দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশের দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, ও দুর্নীতি প্রতিরোধে গঠিতএকটি কমিশন।সাম্প্রতিক সময়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার জন্যআদায়কৃত সরকারী রাজস্ব (ইউজার ফি) বাবদ ২,৫৪,৪৩,৪৪১/- (দুই কোটি চুয়ান্ন লক্ষ তেতাল্লিশ হাজার চারশত একচল্লিশ) টাকা অবৈধভাবে আত্মসাৎ করায় মামলা দায়ের করা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে এ মামলাটি করেছেন। ইতোমধ্যে আসামি মোঃ আব্দুছছাত্তার মিয়াকে আটক করেছে দুদক। তৎপ্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, আসামি মোঃ আব্দুছ ছাত্তার মিয়ার বিরুদ্ধে ২,৫৪,৪৩,৪৪১/- টাকা আত্মসাতের দায়ে আইনগতব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষ কর্তৃক দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে মামলা রুজু ও মামলা তদন্তেরজন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।
আসামি মোঃ আব্দুছ ছাত্তার মিয়া ক্যাশিয়ার পদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকায় কর্মরতআছেন। তিনি হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার সরকারী রাজস্ব (ইউজার ফি) বাবদ আদায়কৃত অর্থঅগ্রণী ব্যাংক লিঃ, মিটফোর্ড হাসপাতাল শাখা, ঢাকায় উক্ত অর্থ জমা প্রদান করতেন। পরবর্তীতে তিনি ট্রেজারী চালানেরমাধ্যমে সোনালী ব্যাংক লিঃ, মিটফোর্ড শাখা, ঢাকায় সমুদয় অর্থ জমা দিতেন। তিনি দৈনিক আদায়কৃত ইউজার ফি’র নগদঅর্থ হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোঃ আলী ইমামের নিকট হতে গ্রহণ করতেন।
উক্তহাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ জাহেদুর রহিমের হিসাব অনুযায়ী গত ১ জুলাই ২২ হতে ২৮ নভেম্বর ২০২২ ইংপর্যন্ত আদায়কৃত ইউজার ফি’র পরিমান ৫,১৩,৮৮,৬৮৮/- টাকা। উহার মধ্যে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারেজমাকৃত অর্থের পরিমান ২,৩৪,০২,৮৯৮/- টাকা। রোগীদের বিভিন্ন পরীক্ষা না হওয়ায় ফেরত দেয়া হয়েছে ৩,৮৪,৬৯০/- টাকা।গত ২৮ নভেম্বর ২০২২ ইং ব্যাংকের বর্ণিত হিসাবে স্থিতি ছিল ২১,৫৭,৬৫৯/- টাকা । এভাবে মোট (২,৩৪,০২,৮৯৮ + ৩,৮৪,৬৯০ + ২১,৫৭, ৬৫৯) = ২,৫৯, ৪৫,২৪৭/- টাকা জমার হিসাব পাওয়া যায়। আসামী মোঃ আব্দুছ ছাত্তার মিয়া অবশিষ্ট(৫,১৩,৮৮,৬৮৮-২,৫৯,৪৫, ২৪৭) = ২,৫৪,৪৩,৪৪১/- টাকা হাসপাতালের ব্যাংক হিসাব কিংবা সরকারী কোষাগারে জমা নাদিয়ে আত্মসাত করেছেন।
গত ৩০ নভেম্বর ২০২২ ইং তিনি হাসপাতালের নিকট কৃত অপরাধের স্বীকারোক্তি দিয়েছেন।এমতাবস্থায়, উপর্যুক্ত ঘটনায়আসামী মোঃ আব্দুছ ছাত্তার মিয়া, ক্যাশিয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকার বিরুদ্ধে ০১জুলাই ২০২২ হতে ২৮নভেম্বর ২০২২ ইং পর্যন্ত অবৈধভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অসদাচরণেরমাধ্যমে সরকারী ২,৫৪,৪৩,৪৪১/- (দুই কোটি চুয়ান্ন লক্ষ তেতাল্লিশ হাজার চারশত একচল্লিশ) টাকা আত্মসাতের দায়েদন্ডবিধির ৪০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবংআসামীকে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























