সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে পাইকরাজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকরাজ এডুকেশন ট্রাষ্ট তোয়াকুলের উদ্যোগে ও দুবাই প্রবাসী মুসা আল আকবর, শফিকুর রহমান ও লোকমান আহমদের অর্থায়নে পাইকরাজ গ্রামের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের সদস্য বিলাল উদ্দিন, পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি রুহুল আমিন, পাইকরাজ এডুকেশন ট্রাষ্টের প্রধান উপদেষ্টা সাব-পোষ্ট মাস্টার নাসির উদ্দিন, তোয়াকুল ছাত্র কল্যাণ সংস্থার সাবেক আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম, দুবাই প্রবাসী মুসা আল আকবর, মুরব্বি সিরাজ উদ্দিন, মনফর আলী, আব্দুল মালিক, পাইকরাজ এডুকেশন ট্রাষ্টের সভাপতি জগদীশ দেব, সাধারণ সম্পাদক শাব্বির আহমদ,
সদস্য মারজান, শাহাদাত হোসেন ছোটন, মিছবাহ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব