সিরিয়ায় ইরানকে অগ্রাধিকার দেয়া হলে দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে শেষ করে দেয়া হবে হুমকি দিয়েছে ইসরাইল।
ইসরাইলের একজন মন্ত্রী বলেছেন, সিরিয়ার ভেতর যদি ইরানি বাহিনীকে তৎপরতা চালাতে দেয়া হয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেও হত্যা করতে পারে ইসরাইল।
ইসরাইলি মন্ত্রী ইয়োভাল স্টাইনিট বলেন, সিরিয়ার ভূমি ব্যবহার করে যদি ইরান ইসরাইলের ওপর হামলার সুযোগ পায় তাহলে আসাদকে হত্যা করে তার সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।
উল্লেখ্য, সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে কাজ করছে ইরান। ইরান আসাদকে রক্ষা করতে সিরিয়ার ভেতরে সেনাবাহিনীও নিয়োগ করেছে।

























