০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ভারত ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও পার্টনার : শি জিনপিং

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 7

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারত তিনি অভিহিত করেছেন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হিসেবে। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার পর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যেই এমন বার্তা এলো। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, গত এক বছরে চীন–ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের পাশাপাশি বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্যও এই সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্ককে রূপক অর্থে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করে শি জিনপিং বলেন, ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা হবে। পাশাপাশি একে অপরের উদ্বেগের বিষয়গুলো সমাধানের মাধ্যমে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রায় চার বছর ধরে চলা সীমান্ত উত্তেজনা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে এশিয়ার দুই বৃহত্তম দেশ। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর সম্পর্কের অবনতি ঘটে। ওই ঘটনার পর চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করে ভারত। পাশাপাশি চীনা বিনিয়োগে আরোপ করা হয় বিধিনিষেধ।

তবে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও দুই দেশের বাণিজ্য অব্যাহত রয়েছে। বর্তমানে চীন–ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন ডলার। এছাড়া, পাঁচ বছর বন্ধ থাকার পর গত বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও পুনরায় চালু হয়।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

ভারত ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও পার্টনার : শি জিনপিং

প্রকাশিত : ০৪:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারত তিনি অভিহিত করেছেন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হিসেবে। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার পর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যেই এমন বার্তা এলো। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, গত এক বছরে চীন–ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের পাশাপাশি বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্যও এই সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্ককে রূপক অর্থে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করে শি জিনপিং বলেন, ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা হবে। পাশাপাশি একে অপরের উদ্বেগের বিষয়গুলো সমাধানের মাধ্যমে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রায় চার বছর ধরে চলা সীমান্ত উত্তেজনা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে এশিয়ার দুই বৃহত্তম দেশ। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর সম্পর্কের অবনতি ঘটে। ওই ঘটনার পর চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করে ভারত। পাশাপাশি চীনা বিনিয়োগে আরোপ করা হয় বিধিনিষেধ।

তবে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও দুই দেশের বাণিজ্য অব্যাহত রয়েছে। বর্তমানে চীন–ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন ডলার। এছাড়া, পাঁচ বছর বন্ধ থাকার পর গত বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও পুনরায় চালু হয়।

ডিএস../