সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান বলেছেন, শতাব্দী,শত শতাব্দী ও হাজার বছরেও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মত নেতা খুজে পাওয়া যাবে না বলে তার বক্তব্য এ কথাগুলো বলেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে ”দেশরত্ন শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়ন ও সাফল্য নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে এ কথাগুলো বলেছেন।
মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথী হিসেবে যুদ্ধকালীন বিএলএফ কমানন্ডার শেখ এম এ লতিফ,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এক হাজার কম্বল বিতরন করেন প্রধান অতিথী ডাঃ মুরাদ হাসান এমপি।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ দেশরত্ন শেখ হাসিনার নিকট জামালপুর -৪ (সরিষাবাড়ী)আসনটিতে আবারো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান কে এমপি হিসেবে মনোনীত করার দাবী করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















