গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৫ বছর ধরে উপজেলার মেধাবীদের শিক্ষা বৃত্তি দিয়ে যাচ্ছে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প। এরই ধারাবাহিতায় এ বছর স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১৫ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে সাড়ে ১১ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার, ১১ ফেব্রুয়ারী সকালে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ হল রুমে কৃতি শিক্ষার্থী এ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও এ প্রকল্পের আওতায় উপজেলার প্রতিভা মডেল একাডেমি, পোটান মিফতাহুল দারুল উলুম মাদ্রাসা, এম.ইউ. আলিম মাদ্রাসাকে ১ লাখ টাকা করে ৩ লক্ষ টাকার অনুদান, বাঘুন উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষকের ১৫ হাজার টাকা করে পুরো বছরের ১ লক্ষ ৮০ হাজার টাকা ও হিফজুল দারুল উলুম মাদ্রাসাকে ৫০ হাজার, হরিদেবপুর হাফিজিয়া মাদ্রাসাকে ২৫ হাজার, দড়িবাঘুন হাফিজিয়া মাদ্রাসাকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়। অন্যদিকে, মানবিক আবেদনের প্রেক্ষিতে অস্বচ্ছল ও প্রতিবন্ধি শিক্ষার্থী ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ বছর ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক সহযোগীতাসহ মোট ১৯ লক্ষ ৩০ হাজার টাকার প্রদান করা হয়।
ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। টাষ্ট্রি মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের অধ্যক্ষ চৌধূরী মো. মিজানুর রহমান প্রমুখ।
এ সময় কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. তৈয়বুর রহমান, ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের ভাইস চেয়ারম্যান নবিউল ইসলাম খান, টাষ্ট্রি হাসনাত দীনা, আশরাফুল ইসলাম খান, জাহিদুর রহমান, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব