০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
সফল বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে টাইফয়েড টিকাদান অভিযান

টাইফয়েড প্রতিরোধে আগামী বছর থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান অভিযান (TCV) কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ।

সভায় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকাদানের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। তাই উপজেলার প্রতিটি ওয়ার্ড, স্কুল ও কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সের সব শিশু বিনামূল্যে টিকা পাবে। এজন্য জনসচেতনতা বৃদ্ধি ও সঠিক সমন্বয় নিশ্চিত করতে প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হক, ডা. জেসিলী ঘোষ মুনমুন, সাংবাদিক আব্দুর রহমান আরমান।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

সফল বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে টাইফয়েড টিকাদান অভিযান

প্রকাশিত : ০৪:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

টাইফয়েড প্রতিরোধে আগামী বছর থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান অভিযান (TCV) কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ।

সভায় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকাদানের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। তাই উপজেলার প্রতিটি ওয়ার্ড, স্কুল ও কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সের সব শিশু বিনামূল্যে টিকা পাবে। এজন্য জনসচেতনতা বৃদ্ধি ও সঠিক সমন্বয় নিশ্চিত করতে প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হক, ডা. জেসিলী ঘোষ মুনমুন, সাংবাদিক আব্দুর রহমান আরমান।

ডিএস,.