০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ ন্যায় দাউদকান্দিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ২২ অক্টোবর বুধবার বেলা ১১টায় নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসষ্ট্যান্ডে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, নিরাপদ সড়ক চাই, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবহন সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী, চালক, শ্রমিক, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

 

এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. সালাউদ্দিন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সুমন সরকার, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: শেলিনা আক্তার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হাজারী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আলম মোল্লা, পরিবহন নেতা মাহবুব আলমসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, নিরাপদ সড়ক শুধু সরকারের নয়, এটি জনগণেরও দাবি। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। দাউদকান্দি প্রশাসনের পক্ষ থেকে মাসব্যাপী বিশেষ কর্মসূচি নেওয়া হবে। যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে না পারে এবং সড়ক আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যান্য বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়তে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি, চালক ও পথচারী উভয়ের প্রশিক্ষণ এবং প্রশাসনের সক্রিয় তৎপরতা আরও জোরদার করতে হবে। বক্তব্য শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি হয়।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

সারা দেশ ন্যায় দাউদকান্দিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ২২ অক্টোবর বুধবার বেলা ১১টায় নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসষ্ট্যান্ডে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, নিরাপদ সড়ক চাই, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবহন সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী, চালক, শ্রমিক, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

 

এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. সালাউদ্দিন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সুমন সরকার, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: শেলিনা আক্তার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হাজারী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আলম মোল্লা, পরিবহন নেতা মাহবুব আলমসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, নিরাপদ সড়ক শুধু সরকারের নয়, এটি জনগণেরও দাবি। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। দাউদকান্দি প্রশাসনের পক্ষ থেকে মাসব্যাপী বিশেষ কর্মসূচি নেওয়া হবে। যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে না পারে এবং সড়ক আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যান্য বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়তে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি, চালক ও পথচারী উভয়ের প্রশিক্ষণ এবং প্রশাসনের সক্রিয় তৎপরতা আরও জোরদার করতে হবে। বক্তব্য শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি হয়।