০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নওগাঁর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চালক সমিতির প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের নওগাঁ জেলা কমিটির সভাপতি এস এম রায়হান আলম।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বাড়ানো জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা ও অতিরিক্ত গতি পরিহার করলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

আলোচনা শেষে উপস্থিত মোটরসাইকেল চালকদের মাঝে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশিত : ০৩:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নওগাঁর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চালক সমিতির প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের নওগাঁ জেলা কমিটির সভাপতি এস এম রায়হান আলম।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বাড়ানো জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা ও অতিরিক্ত গতি পরিহার করলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

আলোচনা শেষে উপস্থিত মোটরসাইকেল চালকদের মাঝে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ডিএস./