মানিকগঞ্জের হরিরামপুরে আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের আয়োজনে গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১’ই ফেব্রুয়ারি) দুপুরে ফাউন্ডেশনের আয়োজনে বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন প্রাঙ্গণে ২০টি শিক্ষা দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।
সকাল সাড়ে ১১ টায় আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মো. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালমান আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী মাষ্টার।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সোলায়মানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মুহা: সফিউদ্দিন মাস্টার, বলড়া ইউপি চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন খান কুন্নু ও ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান এম এ জলিল মোল্লা।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. মো. মোস্তাফিজুর রহমান, নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ মো. সামসুল হুদা (শাহীন)ও প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























