সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনস্থ বিভিন্ন বিওপি একাধিক বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রবিবার, ১২ ফেব্রুয়ারী সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কল্যাণপুর, নলগরিয়া, কালিনগর, নোয়াবাদী, কোড্ডামোড়, তোফায়েল নগর, আজমপুর, রাজনগর, কাশিনগর, মোহনপুর, আমবাড়িয়া, আনোয়ারপুর, সেজামোড়া, বিষ্ণপুর নামক স্থান হতে পৃথক পৃথক অভিযানে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল মধ্যে রয়েছে ১৩৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০২ বোতল ইস্কফ সিরাপ, ১০ বোতল হুইস্কি এবং ১৭৩ কেজি গাঁজা।রবিবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরবিচ্ছিন্ন টহল তৎপরতা অব্যাহত থাকায় ইতিপূর্বেও বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। উল্লেখ্য যে, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে সরকার ঘোষিত শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি অনুস্মরণ পূর্বক আভিযানক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ প্রসঙ্গে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ, পিএসসি জানান, সীমান্ত এলাকা দিয়ে কোনরকম মাদক যেন দেশে না ঢুকতে পারে সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সবসময়ই সীমান্ত এলাকায় জাগ্রত রয়েছে। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি নিরলসভাবে কাজ চালিয়ে যেতে বদ্দ পরিকর।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























