গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী পূবাইল এলাকার একটি এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইঞ্জি. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেকেএস’র প্রধান পৃষ্ঠপোষক ডাঃ মো. ওয়াদুদুদজামান ভূঁইয়া, উপদেষ্টা মর্শিদউজ্জামান, ফারজীন নাওয়ার জামান, কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মনিরউদ্দিন আহমেদ।
এ সময় সংগঠনের দেশ-বিদেশের প্রায় তিন শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় ঝমকালো সাংস্কৃকিত পরিবেশনা দিয়ে। এরআগে কেকেএস’র পারিবারিক মিলন মেলায় সংগঠনের সদস্য, তাদের পরিবার ও অতিথিদের অংশগ্রহনে বেশ কিছু ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহন করেন। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থা (কেকেএস) করোনাকালীন সময় স্থানীয়ভাবে সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক মাইকিং-পোস্টারিং, বিনামূল্যে কোভিট-১৯ পরীক্ষা, মাস্ক-অক্সিজেন বিতরণ, দূর্ঘটনার শিকার শারীরিক প্রতিবন্ধিদের কৃত্রিম হাত-পা সংযোজন ও ফিজিওথেরাপি ক্যাম্প, অসহায় দুঃস্থ শিশু-কিশোরদের মাঝে জামা-কাপড় বিতরণ, সামজিক বনায়ন কর্মসূচি হিসেবে ১২ হাজার ফলজ-বনজ বৃক্ষ রোপন ও বজ্রপাত প্রতিরোধক হিসেবে ১ হাজার তালবীজ রোপন, শিক্ষা প্রসারে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে অর্ধলক্ষাধীক টাকার বই প্রদানসহ দেশের জাতীয় দিবসে নানা ধরণের কর্মসূচি পালন করে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব