ভারতের উত্তরপ্রদেশে বজ্রসহ বৃষ্টি ও ধুলোঝড়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়। বুধবার সন্ধ্যায় নতুন করে এই ঝেড়ের ঘটনা ঘটে।
রাজ্য প্রশাসন সূত্রে খবর নিহতদের মধ্যে এটাওয়ায় চারজন, মথুরায় তিনজন, ফিরোজাবাদে দু’জন এবং আলিগড়, হাথরা ও কানপুর দেহাটে একজন করে মারা গেছে। বাড়ি ধ্বসে, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে এবং বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
গত সপ্তাহের বুধবার বজ্রবৃষ্টি ও ধুলোঝড়ের দাপটে উত্তর ভারতের ৫ রাজ্যে কমপক্ষে ১২৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে উত্তরপ্রদেশেই মারা যায় ৭৩ জন। তারপর থেকেই রাজ্যটিতে নতুন করে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। এক সপ্তাহের মাথায় ফের আছড়ে পড়ল প্রাকৃতিক বিপর্যয়।
বুধবার সন্ধ্যার পর থেকে পশ্চিম ও মধ্য উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় বজ্রসহ বৃষ্টি, সঙ্গে শিলাও পড়তে থাকে। কিছু কিছু জায়গায় ৬৮ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও দেখা দেয়।
লখনউয়ের আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী আরো ২৪ ঘন্টা ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট জেলা শাসকদের প্রাকৃতিব বিপর্যয়ে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন।






















