১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬

রুমিনের ছেড়ে দেওয়া আসনে নির্বাচিত ইনুর স্ত্রী রীনা

বিএনপির রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত আসনের (সংরক্ষিত ৫০) উপনির্বাচনে জাসদের সহসভাপতি আফরোজা হক রীনা নির্বাচিত হয়েছেন। তিনি জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপির স্ত্রী। রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া আসনটিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী করা হয় আফরোজা হককে।

ওই নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (৬ মার্চ) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, এই আসনে একজন প্রার্থী ছিলেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইসি সচিবালয় প্রজ্ঞাপন জারি করবে।

একাদশ জাতীয় সংসদে বিএনপি ছয়টি আসনে নির্বাচিত হয়েছিল। এর বিপরীতে তাদের সংরক্ষিত আসন ছিল একটি। গত বছরের ১১ ডিসেম্বর রুমিন ফারহানাসহ বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হাসানাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা, প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

রুমিনের ছেড়ে দেওয়া আসনে নির্বাচিত ইনুর স্ত্রী রীনা

প্রকাশিত : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

বিএনপির রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত আসনের (সংরক্ষিত ৫০) উপনির্বাচনে জাসদের সহসভাপতি আফরোজা হক রীনা নির্বাচিত হয়েছেন। তিনি জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপির স্ত্রী। রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া আসনটিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী করা হয় আফরোজা হককে।

ওই নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (৬ মার্চ) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, এই আসনে একজন প্রার্থী ছিলেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইসি সচিবালয় প্রজ্ঞাপন জারি করবে।

একাদশ জাতীয় সংসদে বিএনপি ছয়টি আসনে নির্বাচিত হয়েছিল। এর বিপরীতে তাদের সংরক্ষিত আসন ছিল একটি। গত বছরের ১১ ডিসেম্বর রুমিন ফারহানাসহ বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ