ডলার সংকটের প্রভাব পড়েছে ভেড়ামারার ফল মার্কেটিও। আমদানি বন্ধ থাকায় খালি পড়ে আছে কোল্ডস্টোরেজ সমুহ। নানাভাবে ফল সংগ্রহ করলেও ভোক্তাদের কাছে চড়া দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। একাধিক কোল্ড স্টোরেজের মালিক খুচরা, ব্যবসায়ী ও আড়তদারের সঙ্গে কথা বলে পাওয়া গেছে ফল বাজারে চিত্র।
আমদানিকৃত ফলই বছরের বেশিরভাগ সময়ের চাহিদা পূরণ করে। কয়েক মাস ধরে ফল আমদানি কমে যাওয়ায় হু হু করে বাড়তে থাকে দাম। এতে করে ফলের বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ভেড়ামারা বাজারের একাধিক ফল খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, কেজি প্রতি কালো আঙ্গুর ৪২০ টাকা, সাদা আঙ্গুর ২০০ টাকা, তরমুজ ৪৫ টাকা, আপেল প্রকারভেদ ২০০ টাকা ২৫০ টাকা, বেদানা ২৫০ টাকা, মাল্টা ২৪০ টাকা, কমলা ৪০০ টাকা দরে বিক্রি করছেন। দেশীয় ফল বড়ই প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, পেয়ারা ৪০ টাকা, আনারস ৬০ টাকা বিক্রি হচ্ছে। চাহিদানুযায়ী সরবরাহ কম হলেও ভারত থেকে কিছু কিছু ব্যবসায়ী আমদানি করছেন।
ফল ব্যবসায়ী এজেন্সির মালিক মান্নান জানান, ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানি কমিয়ে দিয়েছেন। বাজারে আমদানি করা ফলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম বেড়ে যায়। বেশি দামে ফল বিক্রি করলেও দাম বৃদ্ধির ফলে লাভ কমেছে বিক্রিও কমেছে। আরেক ফল ব্যবসায়ী বেলাল জানান, সাউথ আফ্রিকা, মিশর, চায়না থেকে ফল এনে ব্যবসা করেন। গত দুই মাস আগে একবার আনতে পেরেছিলেন। নতুনভাবে এলসি করে ফল আনার চেষ্টা করলে এলসি না দেওয়ায় এখন আর আনা যাচ্ছে না।
বিজনেস বাংলাদেশ/ হাবিব