কাতারের দোহায় অনুষ্ঠিত লিজেন্ডস ক্রিকেট লিগ ২০২৩ এর ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৭ উইকেটে পরাজিত করে শিরোপা জিতেছে এশিয়ান লায়ন্স। শিরোপা নির্ধারণী ম্যাচে বল হাতে বিধ্বংসী ছিলেন রাজ্জাক। ১৪ রানের বিনিময়ে প্যাভিলিয়নে ফেরান প্রতিপক্ষের দুই ব্যাটসম্যানকে। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান জড়ো করে জায়ান্টস। জবাব দিতে নেমে ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লায়ন্স। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার উপুল থারাঙ্গা। ছয় ম্যাচে তার সংগ্রহ সর্বোচ্চ ২২১ রান। পেয়েছেন তিনটি অর্ধশতকের দেখা।
ইনিংসের প্রথম ওভারেই বল করতে আসেন রাজ্জাক। সে ওভারে দেন মাত্র ৩ রান। নিজের করা দ্বিতীয় ওভারে জায়ান্টসকে সবচেয়ে বড় ধাক্কাটাই দেন তিনি। মাত্র ১ রানের বিনিময়ে পকেটে পুরেন শেন ওয়াটসন ও মর্নে ভ্যান উইকের উইকেট। ভ্যান উইককে সরাসরি বোল্ড করেন। অন্যদিকে সাবেক অজি তারকাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাজ্জাক।
তৃতীয় ওভারে রাজ্জাক খরচ করেন ৮ রান। চতুর্থ তথা শেষ ওভারে মাত্র ২ রান দেন রাজ্জাক। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতেও বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির নির্বাচক প্যানেলের এই সদস্য।
বিজনেস বাংলাদেশ/ হাবিব















