ঢাকা রাত ২:২৮, মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার

গাজীপুর জেলার কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিট এলাকায় পৃথক দুটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। বন বিভাগ সূত্রে জানাযায়, সম্প্রতি বনের জমিতে গড়ে উঠা বিশ্বাস পাড়া এলাকায় ওসমান আলীর আধা পাকা বাড়ি ও মাসুমা বেগমের তিনটি দোকান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়। এতে বন বিভাগের প্রায় কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন,চন্দ্রা বিট কর্মকর্তা নূর মোহাম্মদ,মৌচাক বিট কর্মকর্তা শহিদুল আলম, পুলিশ সদস্য ও বন প্রহরীরা।

রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সরকারি বন বিভাগের জমিতে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

এ বিভাগের আরও সংবাদ