ঢাকা রাত ২:১৩, মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলো পদুয়া বনবিভাগ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। মহান এ দিনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া বনবিভাগ। রবিবার, ২৬ মার্চ সকালে দিবসটি উপলক্ষে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে হাজারের অধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।

তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দরকার। তাই ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মকে পরিবেশ বান্ধব করতে এবং পরিবেশের ভারসাম্য বৃদ্ধি সহ সবুজ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আসুন খাদ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধির কথা চিন্তা করে সবাই সবার অবস্থান থেকে বৃক্ষরোপণ করি। এসব গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বনবিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

এ বিভাগের আরও সংবাদ