সফিউদ্দিন সরকার একাডেমিতে স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গাজীপুরের টঙ্গীতে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত রবিবার বিকালে কলেজ মাঠে গভর্ণিং বডির সভাপতি ভাষাসৈনিক মো: আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পি। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান।এ সময় উপস্থিত ছিলিন কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা,গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালকও গভর্নিং বডির সদস্য মোঃ মনসুরুল ইসলাম মিলন, গভনিং বডির সদস্য অধ্যক্ষ ওমর ফারুক, সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম,শিক্ষক শেখ মোহাম্মদ জহির, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।