বিজনেস বাংলাদেশ/ হাবিব
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে শুরু করেছিলেন সাকিব আল হাসান। সঙ্গী মুশফিকুর রহিমও রান তোলার চেষ্টা করছেন। সাকিবের আগ্রাসী ব্যাটিংয়ে দুজনের জুটির ফিফটি হয় মাত্র ৫৪ বলে। ফিফটির জুটিতে দুজনে হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি, তাতে সাকিবের একারই ৫টি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাট করছে বাংলাদেশ। ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও ৪৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ৫২ ও অধিনায়ক সাকিব ৭৪ রানে ব্যাট করছেন।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুর পাঁচ উইকেটে আয়ারল্যান্ডকে মাত্র ২১৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর প্রথম দিনে মাত্র ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় টাইগাররা। তবে এই সময়ে ৩৪ রান তুললেও দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।
ফলে দ্বিতীয় দিনে ১৮০ রানে পিছিয়ে থেকে শুরু করে টাইগাররা।















