০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরে ক্ষুব্ধ তুরস্ক ও ইরান

তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পদক্ষেপের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তুরস্ক ও ইরান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেন, জেরুজালেম ইসরাইলের নয়, বরং এটি ফিলিস্তিনের রাজধানী হবে।

রবিবার (১৩মে ২৯০১৮) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন।

এ সময় ইসরাইল মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাক্ষাৎকারে এরদোগান বলেন, ইসরাইলি শাসকগোষ্ঠী সিরিয়ায় অপ্রয়োজনীয় আগ্রাসন চালাচ্ছে। মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে তেলআবিব।

তুর্কি গণমাধ্যম আনাদলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার লন্ডনে টার্কেন ফাউন্ডেশন আয়োজিত ডিনারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া সত্ত্বেও পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী।

আর আজ সোমবার (১৪মে ২০১৮) এরদোগান বলেন, জেরুজালেমে দূতাবাস স্থাপন করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে নিজের যে অবস্থান ছিল তা হারিয়েছে। কেননা ১২৮ দেশ জাতিসংঘের সাধারণ সভায় স্পষ্টতই এর বিরুদ্ধে ভোট দিয়েছে।

ওদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতাকে দুর্বল করা এবং তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়েছে তার জবাব দেয়া হবে।

আজ (সোমবার, ১৪মে ২০১৮) তেহরানে মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়নের ফিলিস্তিন বিষয়ক স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, ইসরায়েল ১৯৬৭ সালে জেরুজালেম শহর দখল করে নেয় এবং আজ পর্যন্ত আন্তর্জাতিক সমাজ এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। কিন্তু মার্কিন সরকার গায়ের জোরে এই শহরে আজ নিজের দূতাবাস খুলতে যাচ্ছে।

এর আগে গত ডিসেম্বরে ট্রাম্প ইসরাইলস্থ মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন যা আজ বাস্তবায়িত হয়েছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার এ সম্পর্কে আরো বলেন, ‘মার্কিন সরকার কৌশলগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মারাত্মক সংকটে ভুগছে এবং দেশটি আন্তর্জাতিক ইস্যুগুলোতে অপরিপক্ক ও হঠকারি সিদ্ধান্ত নিচ্ছে।’

ট্যাগ :
জনপ্রিয়

মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরে ক্ষুব্ধ তুরস্ক ও ইরান

প্রকাশিত : ১১:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮

তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পদক্ষেপের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তুরস্ক ও ইরান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেন, জেরুজালেম ইসরাইলের নয়, বরং এটি ফিলিস্তিনের রাজধানী হবে।

রবিবার (১৩মে ২৯০১৮) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন।

এ সময় ইসরাইল মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাক্ষাৎকারে এরদোগান বলেন, ইসরাইলি শাসকগোষ্ঠী সিরিয়ায় অপ্রয়োজনীয় আগ্রাসন চালাচ্ছে। মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে তেলআবিব।

তুর্কি গণমাধ্যম আনাদলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার লন্ডনে টার্কেন ফাউন্ডেশন আয়োজিত ডিনারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া সত্ত্বেও পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী।

আর আজ সোমবার (১৪মে ২০১৮) এরদোগান বলেন, জেরুজালেমে দূতাবাস স্থাপন করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে নিজের যে অবস্থান ছিল তা হারিয়েছে। কেননা ১২৮ দেশ জাতিসংঘের সাধারণ সভায় স্পষ্টতই এর বিরুদ্ধে ভোট দিয়েছে।

ওদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতাকে দুর্বল করা এবং তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়েছে তার জবাব দেয়া হবে।

আজ (সোমবার, ১৪মে ২০১৮) তেহরানে মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়নের ফিলিস্তিন বিষয়ক স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, ইসরায়েল ১৯৬৭ সালে জেরুজালেম শহর দখল করে নেয় এবং আজ পর্যন্ত আন্তর্জাতিক সমাজ এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। কিন্তু মার্কিন সরকার গায়ের জোরে এই শহরে আজ নিজের দূতাবাস খুলতে যাচ্ছে।

এর আগে গত ডিসেম্বরে ট্রাম্প ইসরাইলস্থ মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন যা আজ বাস্তবায়িত হয়েছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার এ সম্পর্কে আরো বলেন, ‘মার্কিন সরকার কৌশলগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মারাত্মক সংকটে ভুগছে এবং দেশটি আন্তর্জাতিক ইস্যুগুলোতে অপরিপক্ক ও হঠকারি সিদ্ধান্ত নিচ্ছে।’