গাজায় ইসরাইল নির্বিচারে গুলি চালিয়ে ৬২ ফিলিস্তিনিকে হত্যার প্রতিবাদে তুরস্কের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে।
তুরস্ক থেকে ইসরাইলের রাষ্ট্রদূত ইতান নাভেহকে বহিষ্কারের পর পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরাইলও তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। ইসরাইলের রাষ্ট্রদূত বুধবার আংকারা ত্যাগ করেন। খবর আল-জাজিরা।
সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘটনায় বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার পর তুরস্ক নিরাপত্তার কথা বলে দেশটির রাষ্ট্রদূতকে আংকারা ছাড়ার নির্দেশ দেয়।






















