০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাপ্রধান

এস এম শফিউদ্দিন আহমেদ

ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সম্মেলনে অংশগ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার ১৪ মে সকালে ইউএস সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ সম্মেলনের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

সম্মেলনে এ অংশগ্রহণের পাশাপাশি সেনাপ্রধান বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সম্মেলন শেষে সেনাপ্রধান আগামী ১৮ মে বিকালে (বাংলাদেশ সময়: ১৯ মে সকাল) যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে রওনা দিয়ে ২১ মে ২০২৩ তারিখে দেশে ফিরবেন।

বিজনেস বাংলাদেশ/ bh

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাপ্রধান

প্রকাশিত : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সম্মেলনে অংশগ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার ১৪ মে সকালে ইউএস সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ সম্মেলনের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

সম্মেলনে এ অংশগ্রহণের পাশাপাশি সেনাপ্রধান বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সম্মেলন শেষে সেনাপ্রধান আগামী ১৮ মে বিকালে (বাংলাদেশ সময়: ১৯ মে সকাল) যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে রওনা দিয়ে ২১ মে ২০২৩ তারিখে দেশে ফিরবেন।

বিজনেস বাংলাদেশ/ bh