০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪

‘আপনি বেঁচে থাকবেন আপনার অনবদ্য শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে’

আকবর হোসেন পাঠান ফারুক

গ্রামের তরুণ সুজন থেকে কদম সারেং, কখনোবা শহুরে তরুণ—সব ধরনের চরিত্রে সাবলীল ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফারুক। চলচ্চিত্রে পাঁচ দশকের ক্যারিয়ারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন তিনি। অভিনয়গুণে দর্শকমহলে পরিচিত পেয়েছেন মিয়াভাই নামে। প্রিয় মিয়াভাইকে হারিয়ে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে ঘিরে স্মৃতিচারণা করেছেন অনেকে, কেউ কেউ শ্রদ্ধা জানিয়েছেন।

‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘মাটির মায়া’সহ অন্তত ১৪টি সিনেমায় ফারুকের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী অঞ্জনা। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কথাটা শোনার পরেই বুকের ভেতর ছ্যাঁৎ করে উঠল। আমার তৃতীয় মাইলস্টোন চলচ্চিত্র “মাটির মায়া” ছায়াছবিতে ফারুক ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয়। এরপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের কত মধুময় স্মৃতি, যা ভেবে চোখ বারবার অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে কান্নায় বুক ভার হয়ে যাচ্ছে। ফারুক ভাই, আপনি বেঁচে থাকবেন আপনার অনবদ্য শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে।’
চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিদায় বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নায়ক ফারুক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি হোক।’

চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘যত দিন তিনি সুস্থ–সবল ছিলেন, তত দিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন। আমার যেকোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিশিয়েট করে গর্বিত হতেন। আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। তাঁর প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন।’

চিত্রনায়ক অনন্ত জলিল লিখেছেন, ‘এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
নিজের প্রথম দুই চলচ্চিত্র ফারুককে পেয়েছিলেন পরিচালক জাকির হোসেন রাজু। চলচ্চিত্রের শুটিংয়ের একটি ছবি দিয়ে রাজু লিখেছেন, ‘আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র “জীবন সংসার”, দ্বিতীয় চলচ্চিত্র “এ জীবন তোমার আমার”–এর নায়ক ফারুক ভাই। শত শত মধুর স্মৃতি তাঁর সঙ্গে। যেসব স্মৃতি সিনেমার গল্পের চেয়েও মধুর। কোনো এক দিন সেই সব স্মৃতি নিয়ে বিষদভাবে লিখব। আজ শুধু বলব, পরপারে ভালো থাকবেন, ফারুক ভাই। আল্লাহ যেন আপনার দোষত্রুটি ক্ষমা করে আপনাকে জান্নাতবাসী করেন। আপনার পরিবারের সবাইকে শোক সইবার শক্তি দেন।’
চিত্রনায়ক জায়েদ খানও ফারুকের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘এতক্ষণ কিছু লিখিনি, কারণ মনে হয়েছে আপনি বেঁচে আছেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে চলে গেলেন। এটা তো কথা ছিল না। বলেছিলেন, জায়েদ, আসতেছি, আড্ডা হবে। এখনো বিশ্বাস হচ্ছে না আপনি নাই।’
এ ছাড়া মিশা সওদাগর, পূর্ণিমা, সাইমন সাদিকসহ আরও অনেকেই ফেসবুকে শোক জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

২০ সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প আলোচনা

‘আপনি বেঁচে থাকবেন আপনার অনবদ্য শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে’

প্রকাশিত : ০৬:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

গ্রামের তরুণ সুজন থেকে কদম সারেং, কখনোবা শহুরে তরুণ—সব ধরনের চরিত্রে সাবলীল ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফারুক। চলচ্চিত্রে পাঁচ দশকের ক্যারিয়ারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন তিনি। অভিনয়গুণে দর্শকমহলে পরিচিত পেয়েছেন মিয়াভাই নামে। প্রিয় মিয়াভাইকে হারিয়ে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে ঘিরে স্মৃতিচারণা করেছেন অনেকে, কেউ কেউ শ্রদ্ধা জানিয়েছেন।

‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘মাটির মায়া’সহ অন্তত ১৪টি সিনেমায় ফারুকের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী অঞ্জনা। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কথাটা শোনার পরেই বুকের ভেতর ছ্যাঁৎ করে উঠল। আমার তৃতীয় মাইলস্টোন চলচ্চিত্র “মাটির মায়া” ছায়াছবিতে ফারুক ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয়। এরপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের কত মধুময় স্মৃতি, যা ভেবে চোখ বারবার অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে কান্নায় বুক ভার হয়ে যাচ্ছে। ফারুক ভাই, আপনি বেঁচে থাকবেন আপনার অনবদ্য শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে।’
চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিদায় বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নায়ক ফারুক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি হোক।’

চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘যত দিন তিনি সুস্থ–সবল ছিলেন, তত দিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন। আমার যেকোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিশিয়েট করে গর্বিত হতেন। আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। তাঁর প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন।’

চিত্রনায়ক অনন্ত জলিল লিখেছেন, ‘এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
নিজের প্রথম দুই চলচ্চিত্র ফারুককে পেয়েছিলেন পরিচালক জাকির হোসেন রাজু। চলচ্চিত্রের শুটিংয়ের একটি ছবি দিয়ে রাজু লিখেছেন, ‘আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র “জীবন সংসার”, দ্বিতীয় চলচ্চিত্র “এ জীবন তোমার আমার”–এর নায়ক ফারুক ভাই। শত শত মধুর স্মৃতি তাঁর সঙ্গে। যেসব স্মৃতি সিনেমার গল্পের চেয়েও মধুর। কোনো এক দিন সেই সব স্মৃতি নিয়ে বিষদভাবে লিখব। আজ শুধু বলব, পরপারে ভালো থাকবেন, ফারুক ভাই। আল্লাহ যেন আপনার দোষত্রুটি ক্ষমা করে আপনাকে জান্নাতবাসী করেন। আপনার পরিবারের সবাইকে শোক সইবার শক্তি দেন।’
চিত্রনায়ক জায়েদ খানও ফারুকের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘এতক্ষণ কিছু লিখিনি, কারণ মনে হয়েছে আপনি বেঁচে আছেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে চলে গেলেন। এটা তো কথা ছিল না। বলেছিলেন, জায়েদ, আসতেছি, আড্ডা হবে। এখনো বিশ্বাস হচ্ছে না আপনি নাই।’
এ ছাড়া মিশা সওদাগর, পূর্ণিমা, সাইমন সাদিকসহ আরও অনেকেই ফেসবুকে শোক জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ bh