নন্দিত অভিনেত্রী তারিন, রুনা খান ও রোবেনা রেজা জুঁই অরন্য আনোয়ারের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছিলেন। এর আগে বা পরে তারা কখনো একসঙ্গে কোনো নাটকে অভিনয় করেননি। তারিন এরমধ্যে বেশকিছুদিন দেশের বাইরে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। এখনো নতুন কোনো নাটকের কাজ শুরু করেননি তিনি। এদিকে রুনা খান অভিনীত গৌতম কৈরী পরিচালিত ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ একটি ওটিটি প্লাটফরমে প্রকাশ পেয়েছে। এতে রুনার অভিনয় দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। রোবেনা রেজা জুঁই অভিনীত শাহনেওয়াজ রিপন পরিচালিত ‘জাস্ট মৌমিতা’ নাটকটি গতকাল জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এতে জুঁইয়ের সঙ্গে অভিনয়ে আছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া’সহ আরো বেশ কয়েকজন। গেলো ২৬ মে ছিলো জুঁইয়ের জন্মদিন। পরিবারের সাথেই জন্মদিনের সময়টা কাটিয়েছেন তিনি। তবে এবারের জন্মদিনে মন খারাপও ছিলো তার। কারণ এবারের জন্মদিনে তিনি তার মা’কে পাশে পাননি। কিছুদিন আগেই জুঁই তার মা’কে হারিয়েছেন। এদিকে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ আয়োজিত আলোচনায় সভায় গেলো ৭ জুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারিন জাহান। এদিকে আগামী ১৮ আগস্ট তারিন জাহান অভিনীত সরকারী অনুদানের সিনেমা হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার একটি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান। দীর্ঘদিন পর তারিনকে নতুন কোনো সিনেমায় দেখা যাবে। তারিন কলকাতাতেও একটি সিনেমাতে অভিনয় করেছেন। এই সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ রুনা খান তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভ‚ষিত হয়েছেন। এছাড়াও তিনি ‘হালদা’ এবং বদরুল আনাম সৌদ’র ‘গহীন বালুচর’ সিনেমাতে অভিনয়ের জন্য বিভিন্ন সংগঠন কর্তৃক পুরস্কৃত হয়েছেন।
১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
একই ফ্রেমে তারিন, জুঁই ও রুনা খান
-
বিনোদন প্রতিবেদক - প্রকাশিত : ১০:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- 249
ট্যাগ :
জনপ্রিয়


























