১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

অপু আমানের সৌভাগ্য…

বেশ কয়েক বছর আগের কথা। রাজধানীর সোনারগাঁওতে একটি অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরশ্রষ্ঠা রুনা লায়লা’র সঙ্গে একইমঞ্চে গান গাইবার সুযোগ হয়েছিলো এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গুনী সঙ্গীতশিল্পী অপু আমান।

যার পেশাগতভাবে সঙ্গীতাঙ্গনে পথচলা ‘ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ’র মধ্যদিয়ে ২০০৮ সালে। রুনা লায়লা’র সঙ্গে একইমঞ্চে গান গাওয়াকে তার সঙ্গীত জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হিসেবেই বিচেনা করে এসেছেন। যে কারণে সেই মুহুর্তের রুনা লায়লা’র সঙ্গে পারফর্মান্সের একটি ছবি অপু আমান তার ফেসবুকে কাভার ছবি হিসেবে রেখে দিয়েছেন। তবে ক’দিন আগে এমন আরো একটি মুহূর্ত তার জীবনে আসে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের দুই জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও খুরশীদ আলমের সঙ্গে একইমঞ্চে গান গাইবার সুযোগ আসে তার। উপলক্ষ্য ছিলো দিঠি আনোয়ারের সঙ্গীত জীবনের ৩০ বছর উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই গাজী মাজহারুল আনোয়ারের লেখা আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিষ্টার’ গানটি গাওয়া শুরু করেন আব্দুল হাদী নিজেই। পরবর্তীতে গানটি খুরশীদ আলম গাইতে শুরু করেন। তারপর অপু আমানও গাইতে শুরু করেন। একইমঞ্চে সৈয়দ আব্দুল হাদী ও খুরশীদ আলমের সঙ্গে বাংলা সিনেমার এই কালজয়ী গানটি গাইতে পেরে অপু আমান ভীষণ আবেগাপ্লুত ছিলেন। উচ্ছসিত হয়ে পড়েন তিনি।

অপু আমান বলেন,‘ সত্যি, জীবনে এমন মুহুর্ত আসবে আমার জীবনে, একই মঞ্চে শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যার, শ্রদ্ধেয় খুরশীদ আলম স্যার গাইবেন, তাদের সঙ্গে আমিও গাইবো-এমনটা কোনোদিন কল্পনাও করিনি। মানুষের ভালোবাসা এবং দোয়ার কারণে এমন সৌভাগ্য হলো আমার। জীবনের এই মুহূর্ত আমি আজীবন পরম শ্রদ্ধায় বুকে লালন করবো। আমার মতো অতি সাধারণ একজন শিল্পীকে এমন দু’জন মহারথীর পাশে দাঁড়িয়ে গাইবার সুযোগ করে দেবার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি দিঠি আপার কাছে।’

বিজনেস বাংলাদেশ/ dh

ট্যাগ :
জনপ্রিয়

অপু আমানের সৌভাগ্য…

প্রকাশিত : ১২:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

বেশ কয়েক বছর আগের কথা। রাজধানীর সোনারগাঁওতে একটি অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরশ্রষ্ঠা রুনা লায়লা’র সঙ্গে একইমঞ্চে গান গাইবার সুযোগ হয়েছিলো এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গুনী সঙ্গীতশিল্পী অপু আমান।

যার পেশাগতভাবে সঙ্গীতাঙ্গনে পথচলা ‘ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ’র মধ্যদিয়ে ২০০৮ সালে। রুনা লায়লা’র সঙ্গে একইমঞ্চে গান গাওয়াকে তার সঙ্গীত জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হিসেবেই বিচেনা করে এসেছেন। যে কারণে সেই মুহুর্তের রুনা লায়লা’র সঙ্গে পারফর্মান্সের একটি ছবি অপু আমান তার ফেসবুকে কাভার ছবি হিসেবে রেখে দিয়েছেন। তবে ক’দিন আগে এমন আরো একটি মুহূর্ত তার জীবনে আসে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের দুই জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও খুরশীদ আলমের সঙ্গে একইমঞ্চে গান গাইবার সুযোগ আসে তার। উপলক্ষ্য ছিলো দিঠি আনোয়ারের সঙ্গীত জীবনের ৩০ বছর উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই গাজী মাজহারুল আনোয়ারের লেখা আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিষ্টার’ গানটি গাওয়া শুরু করেন আব্দুল হাদী নিজেই। পরবর্তীতে গানটি খুরশীদ আলম গাইতে শুরু করেন। তারপর অপু আমানও গাইতে শুরু করেন। একইমঞ্চে সৈয়দ আব্দুল হাদী ও খুরশীদ আলমের সঙ্গে বাংলা সিনেমার এই কালজয়ী গানটি গাইতে পেরে অপু আমান ভীষণ আবেগাপ্লুত ছিলেন। উচ্ছসিত হয়ে পড়েন তিনি।

অপু আমান বলেন,‘ সত্যি, জীবনে এমন মুহুর্ত আসবে আমার জীবনে, একই মঞ্চে শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যার, শ্রদ্ধেয় খুরশীদ আলম স্যার গাইবেন, তাদের সঙ্গে আমিও গাইবো-এমনটা কোনোদিন কল্পনাও করিনি। মানুষের ভালোবাসা এবং দোয়ার কারণে এমন সৌভাগ্য হলো আমার। জীবনের এই মুহূর্ত আমি আজীবন পরম শ্রদ্ধায় বুকে লালন করবো। আমার মতো অতি সাধারণ একজন শিল্পীকে এমন দু’জন মহারথীর পাশে দাঁড়িয়ে গাইবার সুযোগ করে দেবার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি দিঠি আপার কাছে।’

বিজনেস বাংলাদেশ/ dh