মোঃ রবিউল শিকদার পরিচালিত ‘নিয়তি’ নাটকে অভিনয় করেছেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু ও নন্দিত নাট্যাভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। নাটকটি রচনা করেছেন সাইফুর রহমান কাজল।
নাটকটিতে এছাড়াও আরো অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, রবি, আনোয়ার, মনির, মামুন, রাহাত, ইয়াসমিন, ওয়াদুদ’সহ আরো অনেকে। নাটকটির গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।
বাবু বলেন,‘ এর আগেও রবির নির্দেশনায় অভিনয় করেছি। রবি জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক নির্মাণ করে। নিয়তি নাটকটিও জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক। বেশ যত্ন নিয়ে রবি নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছে। মাত্রতো কাজটি শেষ করেছি। ঠিকঠাকভাবে সম্পাদনা শেষে আসলে বুঝা যাবে কী দাঁড়ালো। তবে আশা করছি নাটকটি ভালো হবে এবং দর্শকেরও ভালোলাগবে।’
উর্মিলা শ্রাবন্তী কর বলেন,‘ ফজলুর রহমান বাবু ভাই বাংলাদেশের একজন গুনী অভিনেতা। তারসঙ্গে একই নাটকে অভিনয় করা নিঃসন্দেহে অনেক ভালোলাগার। বাবু ভাইয়ের মতো অভিনয় শিল্পীর সঙ্গে অভিনয় করে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। নিয়তি-নাটকের গল্পটা চমৎকার। আশা করছি ভালোলাগবে দর্শকের।’ রবি শিকদার বলেন,‘ আমার পরম সৌভাগ্য যে আমি বাবু ভাইকে নিয়ে কাজ করতে পারি। তিনি এতো বড় একজন অভিনেতা যে আমার মতো অতি সাধারণ একজন নির্মাতার নির্দেশনায় বেশ আনন্দ নিয়ে কাজ করেন। হ্যাঁ, এটা সত্যি যে আমি জীবন ঘনিষ্ঠ গল্প নিয়ে কাজ করি। আর এই ধরনের গল্পে বিশেষ চরিত্রে বাবু ভাইয়ের বিকল্প এখন নেই বললেই চলে। ধন্যবাদ প্রযোজনা সংস্থাকে আমাকে এমন একটি গল্প নিয়ে কাজ করার সুযোগ করে দেবার জন্য। ধন্যবাদ বাবু ভাই, উর্মিলা আপু’সহ সবাইকে।’ শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
কিছুদিন আগে ইউটিউবে প্রকাশিত লিটু সাখাওয়াত রচিত ও সকাল আহমেদ পরিচালিত ‘দায়’ নাটকে এক অন্য ফজলুর রহমান বাবু’কে দেখা গেছে। এই নাটকে তিনি চাকুরী হারা এক বিষন্ন বাবা’র চরিত্রে দেখা গেছে। যিনি তার মা, স্ত্রী, সন্তানদের জন্য দিন রাত পরিশ্রম করেও পরিবারের সদস্যদের কাছ থেকে ভালোবাসা পাননি। বরং নানান চাপে তিনি একটি সময় মারা যান। গীতশ্রী, মুনিরা মিঠু, অলংকার চৌধুরী’র সঙ্গে বাবুর অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। অভিনয়ে বাবু অনবদ্য, এটা নতুন কিছু নয়। তারপরও নতুন নতুন চরিত্রে বাবু অভিনয়ে যে কারিস্মা দেখান, সেটাই তার অভিনয়ের জাদু।


























