আলোচিত দম্পতি পরীমনি ও রাজের সন্তান রাজ্যের জন্মের ১০ মাস পূর্ণ হয়েছে শনিবার । এদিন রাজ্যকে নিয়ে পরীমনি ও রাজকে এক ছাদের নিচে একসঙ্গে দেখা গেল। রোববার সকাল ৬টায় একটি ভিডিও ফেসবুক পেজে প্রকাশ করে পরীমনি লিখেছেন, ‘আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। শুভ ১০ মাস বাজান। মাসের ১০ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যস, এতটুকুই।’ এই পোস্টে তিন জনের ছবিও ছিল।
যেখানে গণমাধ্যেমে ‘২৪ ঘণ্টার মধ্যে আমি ডিভোর্স চাই’ বলেছিলেন পরীমণি, রাজ পরীর সঙ্গে আর থাকতে চাচ্ছেন না, ঠিক এই সময়ে আচমকা রাজ-পরীমনিকে একসঙ্গে, এক ছাদের নিচে দেখে তাঁদের ভক্ত-অনুসারীরাও নড়েচড়ে বসেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাদের ভিডিওটি। ভিডিওতে রাজ্য, রাজ ও পরীকে একসঙ্গে দেখে ভক্ত, অনুসারীদের মধ্যে গুঞ্জন ওঠে—রাগ, অভিমান ভুলে, নিজেদের মধ্যে জটিলতা কাটিয়ে তাঁরা কি আবার এক হচ্ছেন?
এ বিষয়ে রাজ গণমাধ্যমকে বলেন, ‘এখানে একসঙ্গে হওয়া না–হওয়ার বিষয়টি বড় নয়। আমি আমার বাচ্চাকে দেখতে বাসায় যাব না? তার বিশেষ দিন সেলিব্রেশন করব না? আমার বাচ্চার বার্থডে সেলিব্রেশন করতে বাসায় গিয়েছিলাম আমি। কারণ, আমাদের দুজনেরই বাচ্চার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। বাচ্চার এই বিশেষ দিনটির জন্য আমরা দুজনই নিজেদের মধ্যে কথা বলেছি। এরপর একসঙ্গে হয়ে সন্তানের জন্মের ১০ মাস পূর্তির কেক কেটেছি। দিনটা রাজ্যের জন্য স্পেশাল। তাই দিনটিতে সব সময়ই তাঁকে ঘিরে সর্বোচ্চ সময় দিই আমরা। ওকে নিয়ে সেলিব্রেশন করি।’
এই অভিনেতা আরও বলেন, ‘যেখানে যেভাবেই থাকি, বাচ্চার স্পেশাল দিনটিতে আমরা দুজন সারা জীবনই একসঙ্গে হব। আমাদের দুজনের একান্ত বিষয়গুলো সন্তানের ওপর প্রভাব ফেলতে দেব না। রাজ্যের একটা বিউটিফুল জীবন দিতে চাই আমরা।’ জানা গেছে, সন্তানের বিশেষ দিনটি পালনের জন্য ওই দিন রাত ১২টার পর রাজ্যের জন্য বিশেষ কেক নিয়ে বাসায় হাজির হয়েছিলেন রাজ।
এদিকে বিষয়টি নিয়ে ভোরে পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন……
কিন্তু সব কি আর সবসময় এক হয়? আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না। নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন।
তারপর এই আয়োজন,সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে।
আর,রাজ চলে গেল রাজের মতো……
আশা করি এটা এখানেই শেষ হবে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























