১০:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

সেন্সর ছাড়পত্র পেল ‘ময়ূরাক্ষী’

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৫:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • 115

সেন্সর ছাড়পত্র পেল লাস্যময়ী চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’। সিনেমাটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। তিনি রাতে মুঠোফোনে নিশ্চিত করেছেন সেন্সর পাওয়ার বিষয়টি। রাশিদ পলাশ বলেন, ‘আলহাদুলিল্লাহ আজই ‘ময়ূরাক্ষী’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। ঈদের ১মাস পর সিনেমাটি রিলিজের চিন্তা করছি। আগামী সম্পাহ থেকে পোস্টার প্রচারের কাজ শুরু করবো। প্রযোজকের সঙ্গে মিটিং করে মুক্তির তারিখ চুড়ান্ত করবো।

‘ময়ূরাক্ষী’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ববি হক। সিনেমাতে তিনি একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, শিরিন শীলা প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ববি অভিনীত ‘নোলক’। এতে শাকিব খান ছিলেন তার নায়ক।

ববি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে “মিস এশিয়া প্যাসিফিক” নামে একটি পুরস্কার জিতেন। তার প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’ সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে সফলতা লাভ করে। তার পরবর্তী সিনেমা শাকিব খান অভিনীত “ফুল অ্যান্ড ফাইনাল”। ২০১৪ সালে তাকে ১অ্যাকশন জেসমিন’ চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে দেখা যায়। ২০১৮ সালে তিনি সুপারহিরো চলচ্চিত্র ‘বিজলী’ ও মারপিঠধর্মী মাসালা চলচ্চিত্র ‘বেপরোয়া’ অভিনয় করে ব্যপক প্রশংসিত হোন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সেন্সর ছাড়পত্র পেল ‘ময়ূরাক্ষী’

প্রকাশিত : ০৫:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

সেন্সর ছাড়পত্র পেল লাস্যময়ী চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’। সিনেমাটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। তিনি রাতে মুঠোফোনে নিশ্চিত করেছেন সেন্সর পাওয়ার বিষয়টি। রাশিদ পলাশ বলেন, ‘আলহাদুলিল্লাহ আজই ‘ময়ূরাক্ষী’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। ঈদের ১মাস পর সিনেমাটি রিলিজের চিন্তা করছি। আগামী সম্পাহ থেকে পোস্টার প্রচারের কাজ শুরু করবো। প্রযোজকের সঙ্গে মিটিং করে মুক্তির তারিখ চুড়ান্ত করবো।

‘ময়ূরাক্ষী’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ববি হক। সিনেমাতে তিনি একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, শিরিন শীলা প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ববি অভিনীত ‘নোলক’। এতে শাকিব খান ছিলেন তার নায়ক।

ববি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে “মিস এশিয়া প্যাসিফিক” নামে একটি পুরস্কার জিতেন। তার প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’ সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে সফলতা লাভ করে। তার পরবর্তী সিনেমা শাকিব খান অভিনীত “ফুল অ্যান্ড ফাইনাল”। ২০১৪ সালে তাকে ১অ্যাকশন জেসমিন’ চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে দেখা যায়। ২০১৮ সালে তিনি সুপারহিরো চলচ্চিত্র ‘বিজলী’ ও মারপিঠধর্মী মাসালা চলচ্চিত্র ‘বেপরোয়া’ অভিনয় করে ব্যপক প্রশংসিত হোন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ