উত্তর নাইজেরিয়ায় নদীতে নৌকা ডুবে ১০৩ জন মারা গেছেন। নৌকাটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।
মঙ্গলবার, ১৩ জুন দেশটির পুলিশের মুখপাত্র ওকাসানমি আজাই জানান, কোয়ারা রাজ্যের নাইজার নদীতে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি মানুষকে। নিখোঁজদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, যাত্রীরা পাশের নাইজার রাজ্যের এগবোটি গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নৌকায় নারী ও শিশুরা ছিলো।
তবে কতজন এখনো নিখোঁজ রয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণও জানা যায়নি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















