১৯ জুলাই চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত কবরী প্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং খ্যাতনামা সাহিত্যিক কাজী আনোয়ার হোসেন -এর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই -এর বিশেষ অনুষ্ঠান আয়োজনে ওইদিন থাকছে দুপুর ২:৩০ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার কবরী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আবার আসিবো ফিরে’। খ্যাতনামা সাহিত্যিক, স্পাই থ্রিলার-এর সাড়া জাগানো চরিত্র মাসুদ রানা-এর ¯্রষ্টা কাজী আনোয়ার হোসেন-এর জন্মদিন উপলক্ষে রাত ১০টায় থাকছে রাজু আলীম-এর প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘আমাদের মাসুদ রানা’। ওইদিন আরো থাকছে দুপুর ১২:৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় ‘ফ্রেশ প্রিমিয়াম-টি তারকাকথন’ এ অতিথি হিসিবে উপস্থিত থাকবেন প্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। দুপুর ১:০৫ প্রচার হবে ‘এবং সিনেমার গান’ এ কবরী অভিনীত ছবির গান।
এছাড়া কবরীর জন্মদিন উপলক্ষে প্রবীন সাংবাদিক আবদুর রহমান নির্মাণ করেছিলেন বিশেষ অনুষ্ঠান ‘দিন যায় কথা থাকে’। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচারতি হয় ১৮ জুলাই রাত ১০টায়। অনুষ্ঠানটি শীঘ্রই পুনঃপ্রচার হবে।
০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
কবরী, আফজাল হোসেনের জন্মদিনের অনুষ্ঠান
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৪:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- 77
ট্যাগ :
জনপ্রিয়


























