বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নারী বিভিন্ন কারণে চাকরি বা ব্যবসা করতে পারেন না। কিন্তু যাদের হাতে অলস অর্থ রয়েছে তারা জেনেবুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন। এর মাধ্যমে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। সোমবার ডিএসই ট্রেনিং একাডেমিতে নারী বিনিয়োগকারীদের নিয়ে এক কর্মশালার সমাপনী বক্তব্যে এসব বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম।
তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক জায়গার নারী ও পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। আর পুঁজিবাজারেও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। এজন্য নারী বিনিয়োগকারীদের বেনিফেশিয়ারি ওনার্স (বিও হিসাব) নিজে পরিচালনা করার পরামর্শও দেন তিনি।
নিজের হিসাব নিজে পরিচালনা না করলে আত্মনির্ভরশীল হওয়া যায় না বলেও মন্তব্য তার। এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এবং ডিএসইর উপমহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান।
বিজনেস বাংলাদেশ/ এনআই
























