বাংলাদেশ: ৭ ওভারে ২৩/১ (নাঈম ১৫*, শান্ত ৮*, তানজিদ তামিম ০)
পঞ্চম ওভারের প্রথম বলে মিড অনে দাসুন শানাকার হাতে জীবন পেলেন নাজমুল হোসেন শান্ত। ২ রানে তার ক্যাচ ছেড়ে দেন শ্রীলঙ্কার অধিনায়ক।
দ্বিতীয় ওভারে স্ট্রাইকে যান তানজিদ হাসান তামিম। মাহিশ ঠিকশানার বল লাগে তার প্যাডে। পরের বলও লাগলো প্যাডে, এবার এলবিডব্লিউর আবেদন। আম্পায়ার আউটের সংকেত দেন। মাত্র ২ বল খেলে অভিষেকে শূন্য হাতে বিদায় নিলেন বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী ব্যাটার।
নাঈম শেখ ও তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটি রানের খাতা খুলতে সময় নিয়েছে চার বল। চতুর্থ বলে কাসুন রাজিথাকে ড্রাইভ করে কাভার দিয়ে চার মারেন নাঈম।
এশিয়া কাপে অন্যতম আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ক্যান্ডির পাল্লেকেলেতে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো তানজিদ হাসান তামিমের। ওপেনিংয়ে তার সঙ্গে জুটি গড়বেন নাঈম শেখ।
গত জুলাইয়ে এসিসি ইমার্জিং কাপে কলম্বোতে তিনটি হাফ সেঞ্চুরি হাঁকান তানজিদ তামিম। এবার সামর্থ্যের প্রমাণ দিতে হবে জাতীয় দলের সঙ্গে।
টসের পর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘শুষ্ক উইকেট, আশা করি ভালো রান হবে। আমাদের সেরা পারফরম্যান্স করতে হবে, কারণ শ্রীলঙ্কা তাদের মাঠে খুব ভালো দল। আজকের ম্যাচ নিয়ে আমাদের ভাবতে হবে, ১০০ ওভারের খেলায় তাদের চেয়ে আমাদের ভালো খেলতে হবে। তিন স্পিনার ও তিন সিমার দলে।’
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মাহিশ ঠিকশানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা।

























