আগামী ১৩ থেকে ২০ সেপ্টেম্বর ইতালির ট্রেন্টো শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬তম ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’। উৎসবের ২৬তম আসরে মনোনীত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘সাঁতাও’। আগামী ১৬ সেপ্টেম্বর, শনিবার, স্থানীয় সময় রাত ৯টায় প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।
উৎসবের শিল্প পরিচালক অ্যান্দ্রিয়া মোরগেন বলেন, উৎসবের এই আসরের জন্য মোট ১৬৭০টি চলচ্চিত্র জমা পরে। সেখান থেকে আমাদের প্রোগ্রামিং টিম ৪০টি চলচ্চিত্র নির্বাচিত করেছে। ১৯৯৭ সালে জন্ম নেয়া ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’ ইতালিতে আধ্যাত্মিক এবং আন্তঃধর্মীয় সিনেমার অগ্রদূত হয়ে গত ২৫ বছর ধরে উদযাপিত হয়ে আসছে।
‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা তার চলচ্চিত্রে নানান স্তরে নানান বিষয় সংহতি করে রাখেন। দর্শকগণ চলচ্চিত্রটি দেখে নিজ নিজ সামর্থ্য মত বুদ্ধিদীপ্ত চিন্তা দিয়ে তার রসাস্বাদন করেন। ‘সাঁতাও’ চলচ্চিত্রের ইমেজ পড়ে যখন কেউ এর ভেতরে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা খুঁজে পান জেনে, সত্যিই খুব আনন্দ লাগে।’
গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি ভারতের ২য় ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’য় মনোনীত হয়। রাশিয়ার ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। ২১তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’ সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী হয়েছে। গত বছরের নভেম্বরে ২৪ তারিখে ভারতের ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়। পেয়েছে অসংখ্য পুরস্কার।
কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’।
গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র ‘সাঁতাও’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক। চলচ্চিত্রের কাহিনি চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন। সহকারী পরিচালক হিসেবে আছেন শ্যামল শিশির, সুপিন বর্মণ ও মাসুদ রানা নকীব।
বিজনেস বাংলাদেশ/এনআই


























