ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনার দুই যুবক নিহত হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় এই দুর্ঘটনার ঘটে। আহত অপর আরোহীর অবস্থা আশঙ্কাজনক। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আব্দুল্লাহপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনকে সেখান থেকে পথচারীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে একজনকে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অন্যজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন।
বিজনেস বাংলাদেশ/bh






















