ঢাকা দুপুর ২:০৮, রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট জাস্টিস ক্যাস্পেইন অনুষ্ঠিত

সাতক্ষীরা’র শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট জাস্টিস ক্যাস্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ সেপ্টেম্বর দুপুর ৩টায় একশন এইড এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে জলবায়ু পরিবর্তন, জলবায়ু প্রভাবের জন্য ঝুঁকিপূর্ণ দিক, আবহাওয়া, বন্যা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট অন্যান্য পরিবেশগত আঘাত, পুষ্টি ও খাদ্য ঘাটতির, বিভিন্ন শারীরিক রোগ এবং সেইসাথে বাল্য বিবাহ রোধে আলোচনা সভা ও “মানুষের দোষে প্রকৃতির রোষে” নামক শিক্ষনীয় মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন এর সভাপতিত্বে ভিডিও শুভেচ্ছা বার্তা সম্প্রচার করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

চাইল্ড স্পন্সরশিপ ম্যানেজার মনিকা বিশ্বাস এর স্বাগত বক্তব্য, সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল এস এম জামিল আহমেদ। আরো বক্তব্য রাখেন,শ্যামনগর থানার তদন্ত ওসি মোঃ হাফিজুর রহমান,উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম,শিক্ষক প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন রনজিত বর্মন,যুবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গাজী আল ইমরান, শিশুদের পক্ষে বক্তব্য রাখেন মণিকা চক্রবর্তী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শিশু, রিফ্লেকশন অ্যাকশন সার্কলে প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাগণ। “মানুষের দোষে প্রকৃতির রোষে” মঞ্চ নাটক পরিবেশনা করেন চাইল্ড ফোরামের শিশুরা।

সভায় আলোচনার বিষয় হিসেবে ছিলো, জলবায়ু পরিবর্তন কি অভিবাসন জরুরী সৃষ্টি করে এবং বাংলাদেশের শিশুদের উপর প্রভাব ফেলছে, যার ফলে বাল্যবিবাহ, শিশুশ্রম ও পথশিশুদের সংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং শিশুর অধিকার: নাগরিক সমাজ এবং সরকারের ভূমিকা, শিশুরা কীভাবে জাতীয় ও বিশ্বব্যাপী সঙ্কট প্রচারে কাজ করতে পারে এবং কীভাবে তারা বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করে, বাল্যবিবাহে জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু সংকট মোকাবেলায় কৃষিবিদ্যা কে কেন্দ্র করে টেকসই কৃষি পদ্ধতি গ্রহন সমূহ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

এ বিভাগের আরও সংবাদ