২৫ বছরে চ্যানেল আই। বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলার ২৪ বছর পার করতে যাচ্ছে ৩০ সেপ্টেম্বর ২০২৩। ১ অক্টোবর থেকে ২৫ বছরের পথচলা শুরু হবে চ্যানেল আই-এর। উন্নয়নশীল বাংলাদেশের ইলেক্ট্রনিক গণমাধ্যমের গঠনমূলক ও সৃজনশীল বিকাশের ইতিহাসে চ্যানেল আই-এর এই অগ্রযাত্রা উজ্জ্বল এক দৃষ্টান্ত।
১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আই-এর। ‘হৃদয়ে বাংলাদেশ’ চেতনা নিয়ে পথচলার ২৪ বছরে সৃজনশীলতা ও গৌরবের প্রশ্নে অনন্য পরিচয় নিয়ে দাঁড়িয়েছে চ্যানেল আই। দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকার জায়গাটুকুতে প্রাণান্ত তৎপর চ্যানেল আই। তাই পথচলার প্রথম উচ্চারণ ‘হৃদয়ে বাংলাদেশ’ অনেক আগেই ছড়িয়ে পড়েছে পৃথিবীর সবকটি মহাদেশে বিশ্বভরা বাঙালির মাঝে। গণমাধ্যম হিসেবে চ্যানেল আই ‘বাংলা ভাষা ও বাংলাদেশের’ এক সক্রিয় প্রতিনিধি। তাই চ্যানেল আই এর আরেকটি শ্লোগান ‘হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ’। বাংলা ভাষার টেলিভিশনে যা কিছু নতুন, যা কিছু প্রথম তার পেছনে চ্যানেল আই। চ্যানেল আই তার প্রতিটি আয়োজনের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে গড়েছে এক সেতুবন্ধন। নতুনত্বের অভিযানে চ্যানেল আই বিরামহীন।
যে দায়বদ্ধতা নিয়ে শুরু হয়েছিল পথচলা, সেখান থেকে এক চুলও সরেননি চ্যানেল আই কর্তৃপক্ষ থেকে শুরু করে এর সঙ্গে সংশ্লিষ্ট নিষ্ঠাবান কর্মীরা, যাদের প্রতিদিনের প্রয়াসেই টেলিভিশনে সূচনা হয় একেকটি নতুন অধ্যায়ের, নতুন ধারার। পথচলার এই সময়ে চ্যানেল আই পরিবার কামনা করে বিশ্বভরা বাঙালির অবিরত ভালোবাসা, এ ভালোবাসা অক্ষুন্ন থাক বছরের পর বছর।


























