ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেওয়া পাঁচ সন্তানের মধ্যে দুই মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। বর্তমানে দুই কন্যাশিশু ও এক ছেলে শিশু এন আইসিইউতে চিকিৎসাধীন।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া।
তিনি বলেন, নরসিংদীর এক নারী ৫ নবজাতক জন্ম দেওয়ার পর দুইজন মারা গেছে। প্রথম কন্যাশিশুটি জন্মের এক ঘণ্টা পরই মারা যায়। আর দ্বিতীয় কন্যাশিশুটি ঢামেকের ২১১ নম্বর ওয়ার্ডে (এনআইসিইউতে) বৃহস্পতিবার মধ্যরাতে মারা যায়। বর্তমানে দুই কন্যাশিশু ও এক ছেলে শিশু এন আইসিইউতে চিকিৎসাধীন।
সন্তানদের বাবা আমির উদ্দিন মামুন বলেন, জন্মের এক ঘণ্টা পর এক মেয়ে ও রাতে আরও এক মেয়ে মারা যায়। মৃত দুই মেয়েকেই দাফনের জন্য নরসিংদীর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমি সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করি। শিশুদের জন্মের পর থেকে এখন পর্যন্ত ওষুধ বাবদ আমার অনেক টাকা খরচ হয়েছে। আমার জন্য এটা ব্যয়বহুল।
বৃহস্পতিবার সকালে ঢামেকে একই সঙ্গে এক ছেলে ও চার মেয়ে নবজাতকের জন্ম দেন এক নারী। চিকিৎসক এদিনই জানিয়েছিলেন তাদের অবস্থা আশঙ্কাজনক। সবারই শ্বাসকষ্ট ও ওজন কম হওয়ায় মৃত্যু ঝুঁকি আছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ