০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

গোলাপের বিপরীতে গোলাপ

  • জেড আর জিয়া
  • প্রকাশিত : ০৬:১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • 79

গোলাপের বিপরীতে গোলাপ

জেড আর জিয়া

মৃত্যু আমরা প্রতিদিন দেখি
জন্ম হতে আজ পর্যন্ত
প্রতিদিন মৃত্যু দেখি
হয়তো বুলেটে, নয়তো বোমায়
হয়তো গাজায়, নয়তো রামাল্লায়।

নবজাতক শিশু ও জানে
আমাদের কোন অধিকার নেই
আমাদের কোন ভবিষ্যৎ নেই।

আমরা স্বপ্ন দেখি না
বুলেট, রক্ত, বোমার মধ্যে
ভাল মত ঘুমই আসে না
আমরা সবাই জানি
এখনই আকাশ হতে
আজরাইলের মত করে
নেমে আসতে পারে কোন ক্ষেপণাস্ত্র।

আমাদের হারাবার কিছু নেই
আমরা মিছিল করলে তোমরা
আব্রাম ট্যাংক উঠিয়ে দিয়েছো
জানাজায় দাঁড়ালে আকাশ হতে
বোমা ফেলেছো সহস্র বার
আমাদের নারীরা, শিশুরা, বৃদ্ধরা
কে নিস্তার পেয়েছে তোমাদের
তপ্ত বুলেটের নির্মম ছোঁয়া হতে।

তোমাদের আশ্রয় দিয়েছিলাম
বিপরীতে তোমরা দখল করেছো
আমাদের ঘরবাড়ি, খেলার মাঠ, আশ্রয়
আমরা শান্তির কথা বলেছি
তোমরা গুড়িয়ে দিয়েছো সবকিছু।

মৃত্যুর ভয় দেখিয়ো না
মৃত্যুর চেয়ে আটকের ভয়
আমাদের সবসময় বেশী
আটকে থাকা মানে
কিছু না করার অক্ষমতা।

শান্তির কথা বলতে বলতে
এখন আমরা বুঝে গিয়েছি
আমাদের কপাল পোড়া
এখন তোমাদের অশান্তিতে
আমাদের শান্তি লাগে।

শান্তি হলো প্রেমের মতো
আমি গোলাপ হাতে দাঁড়িয়ে রবো
তুমি এসে চপেটাঘাত করবে
তাহলে তো প্রেম হবে না।

গোলাপের বিপরীতে গোলাপ
চপেটাঘাতের বিপরীতে চপেটাঘাত
গুলির বিপরীতে গুলি
রক্তের বদলা রক্তে।

মৃত্যুর ভয় দেখিয়ো না
মরার আগে মরবো না
আমাদের এভাবে মারলে
তোমাদেরও ওভাবেই মরতে হবে।

 

বিজনেস বাংলাদেশ/বিএইচ

সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্র নিয়ে ইসির নির্দেশনা

গোলাপের বিপরীতে গোলাপ

প্রকাশিত : ০৬:১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

গোলাপের বিপরীতে গোলাপ

জেড আর জিয়া

মৃত্যু আমরা প্রতিদিন দেখি
জন্ম হতে আজ পর্যন্ত
প্রতিদিন মৃত্যু দেখি
হয়তো বুলেটে, নয়তো বোমায়
হয়তো গাজায়, নয়তো রামাল্লায়।

নবজাতক শিশু ও জানে
আমাদের কোন অধিকার নেই
আমাদের কোন ভবিষ্যৎ নেই।

আমরা স্বপ্ন দেখি না
বুলেট, রক্ত, বোমার মধ্যে
ভাল মত ঘুমই আসে না
আমরা সবাই জানি
এখনই আকাশ হতে
আজরাইলের মত করে
নেমে আসতে পারে কোন ক্ষেপণাস্ত্র।

আমাদের হারাবার কিছু নেই
আমরা মিছিল করলে তোমরা
আব্রাম ট্যাংক উঠিয়ে দিয়েছো
জানাজায় দাঁড়ালে আকাশ হতে
বোমা ফেলেছো সহস্র বার
আমাদের নারীরা, শিশুরা, বৃদ্ধরা
কে নিস্তার পেয়েছে তোমাদের
তপ্ত বুলেটের নির্মম ছোঁয়া হতে।

তোমাদের আশ্রয় দিয়েছিলাম
বিপরীতে তোমরা দখল করেছো
আমাদের ঘরবাড়ি, খেলার মাঠ, আশ্রয়
আমরা শান্তির কথা বলেছি
তোমরা গুড়িয়ে দিয়েছো সবকিছু।

মৃত্যুর ভয় দেখিয়ো না
মৃত্যুর চেয়ে আটকের ভয়
আমাদের সবসময় বেশী
আটকে থাকা মানে
কিছু না করার অক্ষমতা।

শান্তির কথা বলতে বলতে
এখন আমরা বুঝে গিয়েছি
আমাদের কপাল পোড়া
এখন তোমাদের অশান্তিতে
আমাদের শান্তি লাগে।

শান্তি হলো প্রেমের মতো
আমি গোলাপ হাতে দাঁড়িয়ে রবো
তুমি এসে চপেটাঘাত করবে
তাহলে তো প্রেম হবে না।

গোলাপের বিপরীতে গোলাপ
চপেটাঘাতের বিপরীতে চপেটাঘাত
গুলির বিপরীতে গুলি
রক্তের বদলা রক্তে।

মৃত্যুর ভয় দেখিয়ো না
মরার আগে মরবো না
আমাদের এভাবে মারলে
তোমাদেরও ওভাবেই মরতে হবে।

 

বিজনেস বাংলাদেশ/বিএইচ