কয়েকদিন আগে থেকে বৃষ্টি বন্ধ। হঠাৎ ঘূর্ণিঝড় হামুনের পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদপ্তর শুরু হলো বৃষ্টি । ২দিন বৃষ্টির পর প্রথম দিনেই শুরু হলো শীতের তীব্রতা, যেন দরজায় কড়া নাড়ছে শীত । উত্তরাঞ্চলে কয়েক দিন আগে থেকে শীত শুরু হলেও দেশের দক্ষিণাঞ্চলে তথা চট্টগ্রামের সাতকানিয়ায় আজ ভোরে কুয়াশাচ্ছন্ন দৃশ্যের দেখা মেলে ।
২৬ অক্টোবর বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় দেখা যায় হেড লাইট জ্বালিয়ে সড়কে চলছে গাড়ি । এ সময় প্রচন্ড কুয়াশায় রাস্তা ঘাট ভালো ভাবে দেখা যাচ্ছিল না। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু, বইছে ঠান্ডা শীতল হাওয়া । শ্রমজীবী মানুষ গুলো ছুটছে কাজের সন্ধানে, অনেকে গায়ে গরম কাপড় পরিধান করে কাজ করতে দেখা গেছে সবজি ও ধান ক্ষেতে । বৃহস্পতিবার কার্তিকের ১০ম দিনে চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস ।
এমন কুয়াশায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, তবে পুরোপুরি শীত আসতে আরো কয়েক দিন সময় লাগবে। যে দৃশ্য দেখা এখন সময়ের ব্যাপার মাত্র।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি