০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

অক্টোবরে ঘুরে দাঁড়ালো রেমিটেন্স প্রবাহ

প্রবাহ বেড়ে গিয়ে চলতি মাসের ২৭ দিনেই আগের ‍দুই মাস সেপ্টেম্বর ও অগাস্টের চেয়ে রেমিটেন্স বেশি এসেছে ব্যাংকিং চ্যানেলে। অক্টোবর শেষে তা আরও বৃদ্ধির সম্ভাবনা দেখছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
মাস শেষ হতে আরো দু’দিন বাকি থাকলেও এ পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ছয় কোটি ১০ লাখ ডলার। এতে নিম্নমূখী ধারা থেকে চলতি অক্টোবরে ইতিবাচক ধারায় ফিরল ব্যাংকিং চ্যানেলে আসা প্রবাসী আয় রেমিটেন্স প্রবাহের স্রোত।
রোববার প্রবাসী আয়ের যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক তাতে দেখা যায়, চলতি মাসের ২৭ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে ১৬৪ কোটি ৯২ লাখ ডলার।
একক মাস হিসেবে গত সেপ্টেম্বরে ১৩৪ কোটি ৩৪ লাখ ও অগাস্টে দেশে রেমিটেন্স এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার।
আগের দুই মাসে রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক ধারায়। গত সেপ্টেম্বরে যেখানে দৈনিক গড়ে দেশে রেমিটেন্স এসেছিল চার কোটি ৪৪ লাখ ডলার। তার আগের মাস অগাস্টে এসেছিল পাঁচ কোটি ১৫ লাখ ডলার।
সেখানে এ মাসে এসেছে দৈনিক ছয় কোটি ১০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরে অক্টোবরে দেশে রেমিটেন্স এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার।
চলতি মাসের ২৭ দিনে তার চেয়ে বেশি রেমিটেন্স চলে এসেছে বাংলাদেশে। ইতোমধ্যে গত বছরের অক্টোবরের তুলনায় এবার ২৭ দিনেই রেমিটেন্স বেশি এসেছে ১২ কোটি ৩৭ লাখ ডলার।
ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর পরামর্শ রয়েছে বাংলাদেশকে দেয়া ঋণ চুক্তির শর্তে।
বিদেশি জনশক্তি রপ্তানির পরিমাণ বাড়লেও প্রবাসী আয়ের একটি বড় অংশ হুন্ডিতে আসায় রেমিটেন্স কমছে এমন মতামত দিয়ে আসছেন অর্থনীতিবিদরা।
অর্থপাচারেও এই হুন্ডি ভূমিকা রাখছে তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট(বিএফআইইউ) এর কর্মকর্তারা বলে আসছেন।
ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে গত ২২ অক্টোবর সরকারের দেয়া বিদ্যমান আড়াই শতাংশের সঙ্গে নিজ তহবিল থেকে আরো আরাই শতাংশ হারে প্রনোদনা দেয়ার সুযোগ দেয়া হয় বানিজ্যিক ব্যাংকগুলোকে।
নতুন সিদ্ধান্তে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে প্রবাসিরা প্রতি ডলারে ১১৫ টাকা ৫০ পয়সার বেশি পাবেন বিনিময় হারে।
ব্যাংকিং ব্যবস্থায় প্রবাহ বাড়াতে প্রণোদনা দিয়ে রেমিটেন্স পর্যায়ে ডলারের নতুন এই দর নির্ধারণ করেছে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।
রেমিটেন্স ছাড়া ডলারের অন্যান্য দর ক্রয় পরযায়ে ১১০ টাকা ও বিক্রয়ে দর ১১০ টাকা ৫০ পয়সায় কোনো পরিবর্তন আনা হয়নি।
বাণিজ্যিক ব্যাংকের পক্ষ থেকে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত রেমিটেন্স প্রবাহে ভূমিকা রাখতে পারেও ধরছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো: জামায়াত আমির

অক্টোবরে ঘুরে দাঁড়ালো রেমিটেন্স প্রবাহ

প্রকাশিত : ০৮:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

প্রবাহ বেড়ে গিয়ে চলতি মাসের ২৭ দিনেই আগের ‍দুই মাস সেপ্টেম্বর ও অগাস্টের চেয়ে রেমিটেন্স বেশি এসেছে ব্যাংকিং চ্যানেলে। অক্টোবর শেষে তা আরও বৃদ্ধির সম্ভাবনা দেখছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
মাস শেষ হতে আরো দু’দিন বাকি থাকলেও এ পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ছয় কোটি ১০ লাখ ডলার। এতে নিম্নমূখী ধারা থেকে চলতি অক্টোবরে ইতিবাচক ধারায় ফিরল ব্যাংকিং চ্যানেলে আসা প্রবাসী আয় রেমিটেন্স প্রবাহের স্রোত।
রোববার প্রবাসী আয়ের যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক তাতে দেখা যায়, চলতি মাসের ২৭ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে ১৬৪ কোটি ৯২ লাখ ডলার।
একক মাস হিসেবে গত সেপ্টেম্বরে ১৩৪ কোটি ৩৪ লাখ ও অগাস্টে দেশে রেমিটেন্স এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার।
আগের দুই মাসে রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক ধারায়। গত সেপ্টেম্বরে যেখানে দৈনিক গড়ে দেশে রেমিটেন্স এসেছিল চার কোটি ৪৪ লাখ ডলার। তার আগের মাস অগাস্টে এসেছিল পাঁচ কোটি ১৫ লাখ ডলার।
সেখানে এ মাসে এসেছে দৈনিক ছয় কোটি ১০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরে অক্টোবরে দেশে রেমিটেন্স এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার।
চলতি মাসের ২৭ দিনে তার চেয়ে বেশি রেমিটেন্স চলে এসেছে বাংলাদেশে। ইতোমধ্যে গত বছরের অক্টোবরের তুলনায় এবার ২৭ দিনেই রেমিটেন্স বেশি এসেছে ১২ কোটি ৩৭ লাখ ডলার।
ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর পরামর্শ রয়েছে বাংলাদেশকে দেয়া ঋণ চুক্তির শর্তে।
বিদেশি জনশক্তি রপ্তানির পরিমাণ বাড়লেও প্রবাসী আয়ের একটি বড় অংশ হুন্ডিতে আসায় রেমিটেন্স কমছে এমন মতামত দিয়ে আসছেন অর্থনীতিবিদরা।
অর্থপাচারেও এই হুন্ডি ভূমিকা রাখছে তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট(বিএফআইইউ) এর কর্মকর্তারা বলে আসছেন।
ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে গত ২২ অক্টোবর সরকারের দেয়া বিদ্যমান আড়াই শতাংশের সঙ্গে নিজ তহবিল থেকে আরো আরাই শতাংশ হারে প্রনোদনা দেয়ার সুযোগ দেয়া হয় বানিজ্যিক ব্যাংকগুলোকে।
নতুন সিদ্ধান্তে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে প্রবাসিরা প্রতি ডলারে ১১৫ টাকা ৫০ পয়সার বেশি পাবেন বিনিময় হারে।
ব্যাংকিং ব্যবস্থায় প্রবাহ বাড়াতে প্রণোদনা দিয়ে রেমিটেন্স পর্যায়ে ডলারের নতুন এই দর নির্ধারণ করেছে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।
রেমিটেন্স ছাড়া ডলারের অন্যান্য দর ক্রয় পরযায়ে ১১০ টাকা ও বিক্রয়ে দর ১১০ টাকা ৫০ পয়সায় কোনো পরিবর্তন আনা হয়নি।
বাণিজ্যিক ব্যাংকের পক্ষ থেকে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত রেমিটেন্স প্রবাহে ভূমিকা রাখতে পারেও ধরছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ