০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

আজ দলের সঙ্গে যোগ দেবেন লিটন

গত বুধবার বিকেলে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন লিটন দাস। বিশ্বকাপের মাঝে হঠাৎ তার দেশে ফেরার কারণটা পারিবারিক। সন্তান সম্ভবা স্ত্রীকে দেখতেই এসেছিলেন। দুই দিনের ছুটি শেষে আজ আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আজ বিকালে ভারতের বিমান ধরবেন লিটন। সেখানে পৌঁছে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এমনকি আজ দিল্লিতে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুশীলনেও দেখা যেতে পারে এই ওপেনারকে।

দলের বাকি সদস্যরা অবশ্য কলকাতার পাঠ চুকিয়ে আরও দুই দিন আগেই দিল্লিতে পৌঁছেছেন। লিটন যোগ দিলে সবাইকে নিয়েই অনুশীলন করতে পারবে দল। আগামী ৬ সেপ্টেম্বর (সোমবার) শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সাকিব আল হাসান জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ বললেও তিনি দ্বিমত পোষণ করবেন না। সেটা আসলে করার সুযোগও ছিল না বাংলাদেশের অধিনায়কের সামনে। ভারত বিশ্বকাপে বাংলাদেশ কতটা বাজে খেলেছে সেটা নিশ্চিতভাবে সাকিবের কথাতেই স্পষ্ট।

অথচ বছর খানেক আগেও অন্তত ওয়ানডেতে ছন্দে ছিল বাংলাদেশ। এমনকি ওয়ানডে সুপার লিগেও তৃতীয় স্থানে থেকে শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরার পর সব যেন উলট-পালট হয়ে গেছে! সেমির স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া সাকিবদের এখন সেরা আটে থাকাই দায়!

বিজনেস বাংলাদেশ/একে

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

আজ দলের সঙ্গে যোগ দেবেন লিটন

প্রকাশিত : ০২:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

গত বুধবার বিকেলে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন লিটন দাস। বিশ্বকাপের মাঝে হঠাৎ তার দেশে ফেরার কারণটা পারিবারিক। সন্তান সম্ভবা স্ত্রীকে দেখতেই এসেছিলেন। দুই দিনের ছুটি শেষে আজ আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আজ বিকালে ভারতের বিমান ধরবেন লিটন। সেখানে পৌঁছে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এমনকি আজ দিল্লিতে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুশীলনেও দেখা যেতে পারে এই ওপেনারকে।

দলের বাকি সদস্যরা অবশ্য কলকাতার পাঠ চুকিয়ে আরও দুই দিন আগেই দিল্লিতে পৌঁছেছেন। লিটন যোগ দিলে সবাইকে নিয়েই অনুশীলন করতে পারবে দল। আগামী ৬ সেপ্টেম্বর (সোমবার) শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সাকিব আল হাসান জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ বললেও তিনি দ্বিমত পোষণ করবেন না। সেটা আসলে করার সুযোগও ছিল না বাংলাদেশের অধিনায়কের সামনে। ভারত বিশ্বকাপে বাংলাদেশ কতটা বাজে খেলেছে সেটা নিশ্চিতভাবে সাকিবের কথাতেই স্পষ্ট।

অথচ বছর খানেক আগেও অন্তত ওয়ানডেতে ছন্দে ছিল বাংলাদেশ। এমনকি ওয়ানডে সুপার লিগেও তৃতীয় স্থানে থেকে শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরার পর সব যেন উলট-পালট হয়ে গেছে! সেমির স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া সাকিবদের এখন সেরা আটে থাকাই দায়!

বিজনেস বাংলাদেশ/একে