দ্বিতীয় দফা ডাকা অবরোধে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিআরটিসির দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে বাসটিতে আগুন দেয় বলে জানিয়েছেন বাস চালক নিজাম উদ্দিন হাওলাদার।
রোববার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে বাংলা কলেজের শিক্ষার্থী এবং ডিপোর স্টাফ মিলে আগুন নেভানো হয়।
সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজকের বিজনেস বাংলাদেশকে জানান, বিকেল ৩টা ৪২ মিনিটের দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খরব পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে, তার আগেই বাসের আগুন নির্বাপণ করেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফিরছিল। এসময় তারা কিছু যাত্রী বাসটিতে তুলেছিল। যাত্রী সেজে আসা দুজন বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে, কোনো মামলা করতে চাইলে তা নেওয়া হবে বলেও জানান তিনি।


























