০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি নিয়ে ভাইস চেয়ারম্যান হাফিজের যত অভিযোগ

নিজ দল বিএনপি নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে অংশ নেবেন না বলেও ঘোষণা দেন। তিনি বলেন, আগামী যে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় সভা করে নিজের শারীরিক অবস্থা জানিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। তবে আমি মনে করি, বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। দলটিতে অসংখ্য ত্যাগী নেতাকর্মী রয়েছে।

বিএনপি নিয়ে হাফিজের অভিযোগ :
* জিয়াউর রহমানের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে বিএনপি ক্ষমতার বাহিরে।
* বিএনপিতে সত্যি কথা বলার মতো লোক নেই। চেয়ারপারসনের সামনে কোনো নেতা ইয়েস স্যার, রাইট স্যার বলা ছাড়া আর কোনো কিছু জানেন না।
* বিএনপিতে একনায়কতন্ত্র, কমিটি বাণিজ্য চলছে। এভাবে দল চলতে পারে না।
* বিএনপিতে ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে না।
* বিএনপির আন্তর্জাতিক কানেকশন খুবই দুর্বল।
* ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেওয়া উচিত ছিল।

পরামর্শ :
* বাসে যারাই আগুন দেক দায়ভার বিএনপির উপরে পড়ে। সহিংসতা বন্ধের সমাধান খুঁজতে হবে।
* তত্ত্বাবধায়ক সরকারে জোর না দিয়ে বিকল্প সমাধান খোঁজা উচিত।
* আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির আগামী নির্বাচনে অংশ নেওয়া উচিত।
* সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপির সমঝোতা দরকার।
* সেনাবাহিনী মাঠে থাকলে ভোট অনেকটা সুষ্ঠু হতে পারে।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিএনপি নিয়ে ভাইস চেয়ারম্যান হাফিজের যত অভিযোগ

প্রকাশিত : ০১:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

নিজ দল বিএনপি নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে অংশ নেবেন না বলেও ঘোষণা দেন। তিনি বলেন, আগামী যে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় সভা করে নিজের শারীরিক অবস্থা জানিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। তবে আমি মনে করি, বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। দলটিতে অসংখ্য ত্যাগী নেতাকর্মী রয়েছে।

বিএনপি নিয়ে হাফিজের অভিযোগ :
* জিয়াউর রহমানের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে বিএনপি ক্ষমতার বাহিরে।
* বিএনপিতে সত্যি কথা বলার মতো লোক নেই। চেয়ারপারসনের সামনে কোনো নেতা ইয়েস স্যার, রাইট স্যার বলা ছাড়া আর কোনো কিছু জানেন না।
* বিএনপিতে একনায়কতন্ত্র, কমিটি বাণিজ্য চলছে। এভাবে দল চলতে পারে না।
* বিএনপিতে ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে না।
* বিএনপির আন্তর্জাতিক কানেকশন খুবই দুর্বল।
* ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেওয়া উচিত ছিল।

পরামর্শ :
* বাসে যারাই আগুন দেক দায়ভার বিএনপির উপরে পড়ে। সহিংসতা বন্ধের সমাধান খুঁজতে হবে।
* তত্ত্বাবধায়ক সরকারে জোর না দিয়ে বিকল্প সমাধান খোঁজা উচিত।
* আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির আগামী নির্বাচনে অংশ নেওয়া উচিত।
* সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপির সমঝোতা দরকার।
* সেনাবাহিনী মাঠে থাকলে ভোট অনেকটা সুষ্ঠু হতে পারে।

বিজনেস বাংলাদেশ/একে