০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ফ্লপের রানি কঙ্গনা

তাকে বলা হয় বিতর্কের রানি। বলিউড তো বটেই, বিশ্বের আলোচিত যে কোনো ঘটনা নিয়ে তার মন্তব্য অবশ্যম্ভাবী। আর সেই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। মূলত বিতর্কে থাকার জন্যই তিনি মন্তব্য করেন। এবার তার নামের পাশে আরও একটি বিশেষণ যোগ হয়েছে। সেটা পেশাগত কারণে। গত অর্ধযুগেরও বেশি সময় ধরে তার অভিনীত কোনো সিনেমাই হিট তো দূরের কথা অ্যাভারেজের খেতাব পায়নি। তাই তাকে এখন বলা হচ্ছে ফ্লপের রানি। তিনি কঙ্গনা রানাউত।

সেলিম কামাল টানা এগারোটি সিনেমা ফ্লপ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। ২০১৪ সালে আনন্দ এল. রাই পরিচালিত রোমান্টিক কমেডি ‘তানু ওয়েড্স মানু রিটার্নস’ দিয়ে বলিউডে টিকে থাকার ভরসা পেয়েছিলেন ২০০৬ সালে অভিষিক্ত হওয়া এ অভিনেত্রী। কিন্তু এরপর ৯ বছরে সিনেমায় আর কোনো সাফল্যের মুখ দেখেননি তিনি। ‘আই লাভ নিউইয়র্ক’, ‘কাট্টি বাট্টি’, ‘রেঙ্গুন’, ‘সিমরান’, ‘মানিকার্নিকা’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘পাঙ্গা’, ‘থালাইভা’, ‘ধাকাড়’, ‘টিকু ওয়েড্স শিরু’ (প্রযোজনা), ‘চন্দ্রমুখি-টু’ এবং সর্বশেষ ২৭ অক্টোবর মুক্তি পাওয়া ‘তেজাস’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। নিজের ক্যারিয়ার পড়তি অবস্থা দেখে কঙ্গনা নিজেই আশাহত। আর এ কারণেই হয়তো অভিনয়ের পাঠ চুকাতে ঝুঁকেছেন রাজনীতির দিকে।

এখন নিজের পরিচালানয় ‘ইমার্জেন্সি’ সিনেমাই কঙ্গনার শেষ পরীক্ষা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনীভিত্তিক এ সিনেমার নাম ভূমিকায়ও রয়েছেন তিনি। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মাহিমা চৌধুরী, সতিশ কৌশিক প্রমুখ। সিনেমাটি মুক্তির পর দর্শকদের আগ্রহ দেখে বোঝা যাবে কঙ্গনার ভাগ্যের শিকে ছিঁড়ল কিনা। নাহলে অভিনয়ের রণেভঙ্গ দেওয়া তার জন্য সময়ের ব্যাপার মাত্র। যদিও সে প্রস্তুতি এরই মধ্যে নিয়ে ফেলেছেন হিমাচল প্রদেশে জন্ম নেওয়া ৩৬ বছর বয়সি এ অভিনেত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে টিকিট চেয়েছেন আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার। রাজনীতির মাধ্যমে ক্যারিয়ারের মোড় ঘোরাতে তিনি এতটাই মরিয়া যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীকৃষ্ণের অবতার বলতেও দ্বিধা করেননি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রলের শিকার হয়েছেন কঙ্গনা রানাউত।

কঙ্গনার প্রথম সিনেমা ছিল অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাঙস্টার’। গড়পড়তা ব্যবসা করায় টিকে যান কঙ্গনাও। একে একে দর্শকদের উপহার দেন ‘ও লামহে’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘ফ্যাশন’, ‘রাজ’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘নো প্রবলেম’, ‘তানু ওয়েড্স মানু’, ‘রেডি’, ‘ডাবল ধামাল’, ‘কৃষ থি’র মতো কয়েকটি সিনেমা। ২০১৪ সালে বিকাশ বাহ্ল পরিচালিত কুইন সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে তার নামের পাশে বসে গিয়েছিল ‘বলিউডের রানি’ তকমা। এরপর থেকেই চরিত্র ও অভিনয়ে ব্যাপক বৈচিত্র্য আনা সত্ত্বেও একটু একটু করে পেছন দিকে ঘুরতে থাকে কঙ্গনার ভাগ্যের চাকা। একের পর এক ফ্লপ সিনেমা উপহার দিতে থাকায় তার নাম হয়ে যায় ‘ফ্লপের রানি’।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

ফ্লপের রানি কঙ্গনা

প্রকাশিত : ১১:১৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

তাকে বলা হয় বিতর্কের রানি। বলিউড তো বটেই, বিশ্বের আলোচিত যে কোনো ঘটনা নিয়ে তার মন্তব্য অবশ্যম্ভাবী। আর সেই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। মূলত বিতর্কে থাকার জন্যই তিনি মন্তব্য করেন। এবার তার নামের পাশে আরও একটি বিশেষণ যোগ হয়েছে। সেটা পেশাগত কারণে। গত অর্ধযুগেরও বেশি সময় ধরে তার অভিনীত কোনো সিনেমাই হিট তো দূরের কথা অ্যাভারেজের খেতাব পায়নি। তাই তাকে এখন বলা হচ্ছে ফ্লপের রানি। তিনি কঙ্গনা রানাউত।

সেলিম কামাল টানা এগারোটি সিনেমা ফ্লপ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। ২০১৪ সালে আনন্দ এল. রাই পরিচালিত রোমান্টিক কমেডি ‘তানু ওয়েড্স মানু রিটার্নস’ দিয়ে বলিউডে টিকে থাকার ভরসা পেয়েছিলেন ২০০৬ সালে অভিষিক্ত হওয়া এ অভিনেত্রী। কিন্তু এরপর ৯ বছরে সিনেমায় আর কোনো সাফল্যের মুখ দেখেননি তিনি। ‘আই লাভ নিউইয়র্ক’, ‘কাট্টি বাট্টি’, ‘রেঙ্গুন’, ‘সিমরান’, ‘মানিকার্নিকা’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘পাঙ্গা’, ‘থালাইভা’, ‘ধাকাড়’, ‘টিকু ওয়েড্স শিরু’ (প্রযোজনা), ‘চন্দ্রমুখি-টু’ এবং সর্বশেষ ২৭ অক্টোবর মুক্তি পাওয়া ‘তেজাস’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। নিজের ক্যারিয়ার পড়তি অবস্থা দেখে কঙ্গনা নিজেই আশাহত। আর এ কারণেই হয়তো অভিনয়ের পাঠ চুকাতে ঝুঁকেছেন রাজনীতির দিকে।

এখন নিজের পরিচালানয় ‘ইমার্জেন্সি’ সিনেমাই কঙ্গনার শেষ পরীক্ষা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনীভিত্তিক এ সিনেমার নাম ভূমিকায়ও রয়েছেন তিনি। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মাহিমা চৌধুরী, সতিশ কৌশিক প্রমুখ। সিনেমাটি মুক্তির পর দর্শকদের আগ্রহ দেখে বোঝা যাবে কঙ্গনার ভাগ্যের শিকে ছিঁড়ল কিনা। নাহলে অভিনয়ের রণেভঙ্গ দেওয়া তার জন্য সময়ের ব্যাপার মাত্র। যদিও সে প্রস্তুতি এরই মধ্যে নিয়ে ফেলেছেন হিমাচল প্রদেশে জন্ম নেওয়া ৩৬ বছর বয়সি এ অভিনেত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে টিকিট চেয়েছেন আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার। রাজনীতির মাধ্যমে ক্যারিয়ারের মোড় ঘোরাতে তিনি এতটাই মরিয়া যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীকৃষ্ণের অবতার বলতেও দ্বিধা করেননি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রলের শিকার হয়েছেন কঙ্গনা রানাউত।

কঙ্গনার প্রথম সিনেমা ছিল অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাঙস্টার’। গড়পড়তা ব্যবসা করায় টিকে যান কঙ্গনাও। একে একে দর্শকদের উপহার দেন ‘ও লামহে’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘ফ্যাশন’, ‘রাজ’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘নো প্রবলেম’, ‘তানু ওয়েড্স মানু’, ‘রেডি’, ‘ডাবল ধামাল’, ‘কৃষ থি’র মতো কয়েকটি সিনেমা। ২০১৪ সালে বিকাশ বাহ্ল পরিচালিত কুইন সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে তার নামের পাশে বসে গিয়েছিল ‘বলিউডের রানি’ তকমা। এরপর থেকেই চরিত্র ও অভিনয়ে ব্যাপক বৈচিত্র্য আনা সত্ত্বেও একটু একটু করে পেছন দিকে ঘুরতে থাকে কঙ্গনার ভাগ্যের চাকা। একের পর এক ফ্লপ সিনেমা উপহার দিতে থাকায় তার নাম হয়ে যায় ‘ফ্লপের রানি’।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি