০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

কেরানীগঞ্জ সিসি ক্যামেরার আওতায় আসছে

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে স্মার্ট পুলিশিং এর অংশ হিসেবে পুরো কেরানীগঞ্জকে অপরাধমুক্ত ও আধুনিক নজরদারি নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলের বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কদমতলীতে কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ প্রবণ  কেরানীগঞ্জের অপরাধ ৯৯% কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রথম পর্যায়ে কেরানীগঞ্জ মডেল থানার পাঁচটি ইউনিয়নে ২০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে,পর্যায়ক্রমে ২০২৪ সালের মধ্য তিন হাজার সিসিটিভি ক্যামেরা বসিয়ে পুরো কেরানীগঞ্জকে ক্যামেরার মাধ্যমে আওতায় আনা হবে বলে জানান নসরুল হামিদ বিপু।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষে তাঁর সেক্রেটারী, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক মাকসুদুর রহমান ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানের সভাপতি ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে ঢাকার কেরাণীগঞ্জের বিশাল একটি জনপদ নিরাপত্তার চাদরে চলে আসছে। বিশেষ করে রাজধানীর পাশ্ববর্তী উপজেলা হওয়ায় বিভিন্ন সময় এখানে নানা অপরাধ সংঘটিত হয়ে থাকে। সিসিটিভি নজরদারির আওতায় এলে অপরাধ প্রবণতা অনেকাংশেই লাঘব হবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, মানুষের চোখ ঘুমিয়ে যায় কিন্তু এই চোখ (সিসিটিভির চোখ) ঘুমায় না। এরা অপরাধীদের খুজে বেড়াবে। সিসিটিভি ক্যামেরা অপরাধীদের জন্য হুমকি, এলাকায় অপরাধ দমন, নিয়ন্ত্রণ এবং অপরাধীকে আদালতে দোষী সাব্যস্ত করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। নসরুল হামিদ বিপু বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে সাধারণ মানুষের নাগরিক অধিকার ও নিরাপত্তা জোরদারে আরও একধাপ এগিয়ে গেল। এই ধরনের সিসিটিভি দেশের আধুনিক এলাকা ছাড়া আর কোথাও নেই। কেরাণীগঞ্জে যে সিসিটিভি ক্যামেরা বসতে যাচ্ছে, সেগুলো খুবই অত্যাধুনিক। প্রতিটি অলি-গলিতে আমরা ক্যামেরা স্থাপন করব। এর মধ্য দিয়ে কেরাণীগঞ্জের মানুষকে দিন-রাত চব্বিশ ঘণ্টা নিরাপত্তা দিয়ে যাবে। ২০২৪ সালের মধ্যে আমরা কেরাণীগঞ্জকে শতভাগ অপরাধমুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাপুলিশ পরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম. ই. মামুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির। অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারী ও নির্বাহী পরিচালক মাকসুদুর রহমান, চিফ প্রটোকল অফিসার মেজর (অব.) মোহসীনুল হাকিমসহ অনেকে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কেরানীগঞ্জ সিসি ক্যামেরার আওতায় আসছে

প্রকাশিত : ০৯:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে স্মার্ট পুলিশিং এর অংশ হিসেবে পুরো কেরানীগঞ্জকে অপরাধমুক্ত ও আধুনিক নজরদারি নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলের বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কদমতলীতে কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ প্রবণ  কেরানীগঞ্জের অপরাধ ৯৯% কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রথম পর্যায়ে কেরানীগঞ্জ মডেল থানার পাঁচটি ইউনিয়নে ২০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে,পর্যায়ক্রমে ২০২৪ সালের মধ্য তিন হাজার সিসিটিভি ক্যামেরা বসিয়ে পুরো কেরানীগঞ্জকে ক্যামেরার মাধ্যমে আওতায় আনা হবে বলে জানান নসরুল হামিদ বিপু।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষে তাঁর সেক্রেটারী, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক মাকসুদুর রহমান ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানের সভাপতি ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে ঢাকার কেরাণীগঞ্জের বিশাল একটি জনপদ নিরাপত্তার চাদরে চলে আসছে। বিশেষ করে রাজধানীর পাশ্ববর্তী উপজেলা হওয়ায় বিভিন্ন সময় এখানে নানা অপরাধ সংঘটিত হয়ে থাকে। সিসিটিভি নজরদারির আওতায় এলে অপরাধ প্রবণতা অনেকাংশেই লাঘব হবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, মানুষের চোখ ঘুমিয়ে যায় কিন্তু এই চোখ (সিসিটিভির চোখ) ঘুমায় না। এরা অপরাধীদের খুজে বেড়াবে। সিসিটিভি ক্যামেরা অপরাধীদের জন্য হুমকি, এলাকায় অপরাধ দমন, নিয়ন্ত্রণ এবং অপরাধীকে আদালতে দোষী সাব্যস্ত করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। নসরুল হামিদ বিপু বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে সাধারণ মানুষের নাগরিক অধিকার ও নিরাপত্তা জোরদারে আরও একধাপ এগিয়ে গেল। এই ধরনের সিসিটিভি দেশের আধুনিক এলাকা ছাড়া আর কোথাও নেই। কেরাণীগঞ্জে যে সিসিটিভি ক্যামেরা বসতে যাচ্ছে, সেগুলো খুবই অত্যাধুনিক। প্রতিটি অলি-গলিতে আমরা ক্যামেরা স্থাপন করব। এর মধ্য দিয়ে কেরাণীগঞ্জের মানুষকে দিন-রাত চব্বিশ ঘণ্টা নিরাপত্তা দিয়ে যাবে। ২০২৪ সালের মধ্যে আমরা কেরাণীগঞ্জকে শতভাগ অপরাধমুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাপুলিশ পরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম. ই. মামুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির। অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারী ও নির্বাহী পরিচালক মাকসুদুর রহমান, চিফ প্রটোকল অফিসার মেজর (অব.) মোহসীনুল হাকিমসহ অনেকে।

বিজনেস বাংলাদেশ/bh