টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের মোশারফ মিয়া (৩২) এবং ঢাকা আশুলিয়ার মাজেদা বেগম (৪০)
এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৭ জন ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন। আক্রান্তরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৭ নভেম্বর মাজেদা মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়। পরে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে মোশারফ বৃহস্পতিবার সকালে কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সূত্র আরো জানায়, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৫৪ জনে। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১৯ জন। হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন রোগী। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৮ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ৫ জন, সদর উপজেলায় ৩ জন, নাগরপুরে ৭ জন, মধুপুরে ৩ জন, এবং ধনবাড়ী উপজেলায় ১ জন।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ/একে






















