পাবনার আতাইকুলায় ৩০ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাত ২ টার পর আতাইকুলার রঘুনাথপুর কেন্দ্রীয় গোরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আতাইকুলা থানা পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, পাবনা সদর উপজেলার ধোপাঘাটা গ্রামের মৃত জালাল খাঁ- এর ছেলে সুমন খাঁ (৩৫) ও একই উপজেলার পূর্ব রাঘবপুর এলাকার মৃত খবিরের ছেলে মো: আজিম (৩৬)। তাদের উভয়ের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে।
এব্যাপারে পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাজাসহ তাদের আটক করা হয়। তারা ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মাদক আইনে একাধিক মামলা রয়েছে। সকল প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/একে






















