০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র‍্যালি 

সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র‍্যালি করেছে সাতক্ষীরার বাবুলিয়া ‘সেবা সংসদ’।

“সুন্দরবন আমার অহংকার- হতে দেব না ক্ষতি তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল আটটায় সাতক্ষীরা সদরের বাবুলিয়া বাজার থেকে র‍্যালিটি আশাশুনি, কালিগঞ্জ,দেবহাটা ও শ্যামনগরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ  করে। পরে তারা শ্যামনগরের বুড়িগোয়ালিনি খেয়াঘাট থেকে ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছি ফরেস্ট স্টেশনে পৌছান। সেখানে তারা সুন্দরবনের বাস্তব অবস্থা দেখে হতাশ হন। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মলিন হয়ে যাওয়া নিয়ে কলাগাছিয়া স্টেশন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। সুন্দরবনের বাংলাদেশের অংশে বাঘ ও হরিণসহ বিভিন্ন প্রাণী কমে যাওয়া নিয়ে কথা বলেন সংগঠনটির সভাপতি  মোঃ কাওছার আলী,সাধারণ সম্পাদক রজব আলী, উপদেষ্টা সাংবাদিক রঘুনাথ খাঁ,  সদস্য ইসরাইল গাজী, সামছুর রহমান , মোতাহার নেওয়াজ মিনাল,মহিবুল্লাহ গাজী প্রমুখ।

সুন্দরবনে ঢোকার পথে নদীতে যাতে পর্যটকরা প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগসহ পরিবেশ দূষণকারী পদার্থ ফেলতে না পারে সেজন্যে কঠোর হওয়ার অনুরোধ জানান। এছাড়া সাতক্ষীরা সদরের মেডিকেল কলেজ  মোড়, আলীপুর হাটখোলা, দেবহাটার পারুলিয়া, সখীপুর মোড়, আশাশুনির বদরতলা, শালখালি বাজার, হাড়িভাঙা বাজার, মহিষকুড় বাজার, কালিগঞ্জের বাঁশতলা বাজার, বিষ্ণুপুর বাজার, মৌতলা বাজার,শ্যামনগর বাসস্টাণ্ড বংশীপুর, মুন্সিগঞ্জ, কলবাড়িসহ কয়েকটি স্থানে প্রাকৃতিক বিপর্যয় ও চোরাশিকারীদের হাত থেকে সুন্দরবনকে বাঁচানোর জন্য বিভিন্ম পরামর্শ দেন। এছাড়া সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে গাছ লাগানোর কথা বলেন তারা। বিকেলে তারা একইপথে সাতক্ষীরায় ফিরে আসেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র‍্যালি 

প্রকাশিত : ০৭:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র‍্যালি করেছে সাতক্ষীরার বাবুলিয়া ‘সেবা সংসদ’।

“সুন্দরবন আমার অহংকার- হতে দেব না ক্ষতি তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল আটটায় সাতক্ষীরা সদরের বাবুলিয়া বাজার থেকে র‍্যালিটি আশাশুনি, কালিগঞ্জ,দেবহাটা ও শ্যামনগরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ  করে। পরে তারা শ্যামনগরের বুড়িগোয়ালিনি খেয়াঘাট থেকে ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছি ফরেস্ট স্টেশনে পৌছান। সেখানে তারা সুন্দরবনের বাস্তব অবস্থা দেখে হতাশ হন। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মলিন হয়ে যাওয়া নিয়ে কলাগাছিয়া স্টেশন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। সুন্দরবনের বাংলাদেশের অংশে বাঘ ও হরিণসহ বিভিন্ন প্রাণী কমে যাওয়া নিয়ে কথা বলেন সংগঠনটির সভাপতি  মোঃ কাওছার আলী,সাধারণ সম্পাদক রজব আলী, উপদেষ্টা সাংবাদিক রঘুনাথ খাঁ,  সদস্য ইসরাইল গাজী, সামছুর রহমান , মোতাহার নেওয়াজ মিনাল,মহিবুল্লাহ গাজী প্রমুখ।

সুন্দরবনে ঢোকার পথে নদীতে যাতে পর্যটকরা প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগসহ পরিবেশ দূষণকারী পদার্থ ফেলতে না পারে সেজন্যে কঠোর হওয়ার অনুরোধ জানান। এছাড়া সাতক্ষীরা সদরের মেডিকেল কলেজ  মোড়, আলীপুর হাটখোলা, দেবহাটার পারুলিয়া, সখীপুর মোড়, আশাশুনির বদরতলা, শালখালি বাজার, হাড়িভাঙা বাজার, মহিষকুড় বাজার, কালিগঞ্জের বাঁশতলা বাজার, বিষ্ণুপুর বাজার, মৌতলা বাজার,শ্যামনগর বাসস্টাণ্ড বংশীপুর, মুন্সিগঞ্জ, কলবাড়িসহ কয়েকটি স্থানে প্রাকৃতিক বিপর্যয় ও চোরাশিকারীদের হাত থেকে সুন্দরবনকে বাঁচানোর জন্য বিভিন্ম পরামর্শ দেন। এছাড়া সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে গাছ লাগানোর কথা বলেন তারা। বিকেলে তারা একইপথে সাতক্ষীরায় ফিরে আসেন।

বিজনেস বাংলাদেশ/bh