০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

সোহানুর রহমান সোহাগের কথায় ‘তোমার হাত দুটি ধরে’

প্রিয়তমার হাত দুটি ধরে পৃথিবীর সব প্রেমিক পুরুষেরই হারাতে চায় অজানায়। পারি দিতে চায় দিগন্ত। তেমনি এক প্রেমিক পুরুষের প্রেমিকার হাত দুটি ধরে হারিয়ে যাওয়ার আকুতি নিয়েই রোমান্টিক এই গানটি লিখছেন তরুণ গীতিকার সোহানুর রহমান সোহাগ। গানটি গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী সৈয়দ রেজা আলী। গানটির সুর এবং সংগীত আয়োজন ও করছেন তিনি।ইতিমধ্যেই সৈয়দ রেজা আলী বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করছেন শ্রোতাদের কাছে হয়ে উঠেছেন প্রিয় সংগীত শিল্পী। এবার নতুন গান নিয়ে আসছেন তিনি গানের শিরোনাম ‘তোমার হাত দুটি ধরে’। ইতিমধ্যেই গানটির রেকর্ডিং ও ভিডিওর কাজ শেষ হয়েছে। গানটি রেকর্ড হয়েছে স্টুডিও গানবাড়িতে। ইতিমধ্যেই সৈয়দ রেজা আলী বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করছেন শ্রোতাদের কাছে হয়ে উঠেছেন প্রিয় সংগীত শিল্পী। এবার নতুন গান নিয়ে আসছেন তিনি গানের শিরোনাম ‘তোমার হাত দুটি ধরে’।

গানটি নিয়ে সোহানুর রহমান সোহাগ বলেন, প্রেমিকার হাত ধরে দিগন্তে সবাই হারিয়ে যেতে চায়।আমি ও চেয়েছি হারিয়ে যেতে। সেরকম ভাবনা থেকেই অনেক সময় গানটি লিখেছি।গান তো মানুষের জীবনের কথা বলে এই গানটি শ্রোতারা এই গানটির সঙ্গে নিজের সম্পর্কিত খুজেঁ পাবে। এই গানটি শ্রোতাদের মন ছুয়ে যাবে এবং তারা গানটি সাদরে গ্রহণ করবে।গানটি নিয়ে আমি অনেক আশাবাদী।

সৈয়দ রেজা আলী বলেন,নিজের লেখা গানের বাইরে এটাই আমার প্রথম গান যেটার কথা আমি লিখিনি। আমার সব গানের কথায় আমি লিখি। এবারই প্রথম নিজের কথার বাইরে গান করেছি। গানটির কথা অসাধারণ। প্রথমবার শুনেই গানটি করার সিদ্ধান্ত নেয় এবং সুর করি সংগীতআয়োজন করি। গানটি চমৎকার ভাবে শ্রোতাদের মনের সঙ্গে মিলে যাবে। আশা করছি দর্শকরা গানটির প্রশংসা করবে।

উল্লেখ্য, আগামী ১৬ই নভেম্বর স্টুডিও গানবাড়ির প্রযোজনায় গানটি মুক্তি পাবে সংগীতশিল্পী,গীতিকার,সুরকার সৈয়দ আলী রেজা আলীর নিজস্ব ইউটিউব চ্যানেল এ। গীতিকার সোহানুর রহমান সোহাগের জন্মদিন উপলক্ষ্যে আগের দিনই দর্শকদের জন্য অবমুক্ত হবে গানটি।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সোহানুর রহমান সোহাগের কথায় ‘তোমার হাত দুটি ধরে’

প্রকাশিত : ০৫:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

প্রিয়তমার হাত দুটি ধরে পৃথিবীর সব প্রেমিক পুরুষেরই হারাতে চায় অজানায়। পারি দিতে চায় দিগন্ত। তেমনি এক প্রেমিক পুরুষের প্রেমিকার হাত দুটি ধরে হারিয়ে যাওয়ার আকুতি নিয়েই রোমান্টিক এই গানটি লিখছেন তরুণ গীতিকার সোহানুর রহমান সোহাগ। গানটি গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী সৈয়দ রেজা আলী। গানটির সুর এবং সংগীত আয়োজন ও করছেন তিনি।ইতিমধ্যেই সৈয়দ রেজা আলী বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করছেন শ্রোতাদের কাছে হয়ে উঠেছেন প্রিয় সংগীত শিল্পী। এবার নতুন গান নিয়ে আসছেন তিনি গানের শিরোনাম ‘তোমার হাত দুটি ধরে’। ইতিমধ্যেই গানটির রেকর্ডিং ও ভিডিওর কাজ শেষ হয়েছে। গানটি রেকর্ড হয়েছে স্টুডিও গানবাড়িতে। ইতিমধ্যেই সৈয়দ রেজা আলী বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করছেন শ্রোতাদের কাছে হয়ে উঠেছেন প্রিয় সংগীত শিল্পী। এবার নতুন গান নিয়ে আসছেন তিনি গানের শিরোনাম ‘তোমার হাত দুটি ধরে’।

গানটি নিয়ে সোহানুর রহমান সোহাগ বলেন, প্রেমিকার হাত ধরে দিগন্তে সবাই হারিয়ে যেতে চায়।আমি ও চেয়েছি হারিয়ে যেতে। সেরকম ভাবনা থেকেই অনেক সময় গানটি লিখেছি।গান তো মানুষের জীবনের কথা বলে এই গানটি শ্রোতারা এই গানটির সঙ্গে নিজের সম্পর্কিত খুজেঁ পাবে। এই গানটি শ্রোতাদের মন ছুয়ে যাবে এবং তারা গানটি সাদরে গ্রহণ করবে।গানটি নিয়ে আমি অনেক আশাবাদী।

সৈয়দ রেজা আলী বলেন,নিজের লেখা গানের বাইরে এটাই আমার প্রথম গান যেটার কথা আমি লিখিনি। আমার সব গানের কথায় আমি লিখি। এবারই প্রথম নিজের কথার বাইরে গান করেছি। গানটির কথা অসাধারণ। প্রথমবার শুনেই গানটি করার সিদ্ধান্ত নেয় এবং সুর করি সংগীতআয়োজন করি। গানটি চমৎকার ভাবে শ্রোতাদের মনের সঙ্গে মিলে যাবে। আশা করছি দর্শকরা গানটির প্রশংসা করবে।

উল্লেখ্য, আগামী ১৬ই নভেম্বর স্টুডিও গানবাড়ির প্রযোজনায় গানটি মুক্তি পাবে সংগীতশিল্পী,গীতিকার,সুরকার সৈয়দ আলী রেজা আলীর নিজস্ব ইউটিউব চ্যানেল এ। গীতিকার সোহানুর রহমান সোহাগের জন্মদিন উপলক্ষ্যে আগের দিনই দর্শকদের জন্য অবমুক্ত হবে গানটি।

বিজনেস বাংলাদেশ/bh